মোদী সরকারের দিন ঘনিয়ে আসছে: সনিয়া
নয়াদিল্লি: নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারকে তীব্র আক্রমণ করলেন সনিয়া গাঁধী। রবিবার, কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ইউপিএ চেয়ারপার্সন জানান, দেশের গণতন্ত্রের সঙ্গে বিপজ্জনকভাবে আপস করে চলা বর্তমান শাসক দলের থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে।
এদিনই রাহুল গাঁধীর সভাপতিত্বে প্রথমবার বৈঠকে বসে কংগ্রেসের নবগঠিত ওয়ার্কিং কমিটি। সেখানে ভারতের গরিব ও বঞ্চিতদের ওপর নেমে আসা হতাশা ও ভয়ের শাসন সম্পর্কে মানুষকে সতর্ক করেন। বলেন, ভারতের গণতন্ত্রের সঙ্গে আপস করে চলা এই বিপজ্জনক শাসক দলের থেকে দেশবাসীকে উদ্ধার করতে হবে।
ইউপিএ চেয়ারপার্সন বলেন, প্রধানমন্ত্রীর বাগাড়ম্বরপূর্ণ ভাষণ এটাই প্রমাণ করছে যে, মোদী সরকারের দিন ঘনিয়ে আসছে। সনিয়ার দাবি, আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-বিরোধী জোট সফল করতে দল দায়বদ্ধ। আর এই যুদ্ধে, সকলেই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে রয়েছে।
এদিনের বৈঠকে সনিযা গাঁধী ছাড়াও উপস্থিত ছিলেন রাহুল গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ছিলেন, এ কে অ্যান্টনি, মোতিলাল ভোরা, গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়্গে, অশোক গহলৌত সহ শীর্ষ কংগ্রেস নেতারা।