এক্সপ্লোর
Advertisement
মেরিনা বিচে অবস্থান এমএলএ-দের নিয়ে, আটক স্ট্যালিন
চেন্নাই: তামিলনাড়ু বিধানসভায় আস্থাভোটের সময় তাঁর ও দলের বিধায়কদের ওপর হামলার অভিযোগ তুলে মেরিনা বিচে অবস্থানে বসেছিলেন ডিএমকে-র অস্থায়ী সভাপতি এম কে স্ট্যালিন। বিধানসভায় আজকের ঘটনাবলীর প্রসঙ্গ তুলে করুণানিধি-পুত্র বলেন, গণতন্ত্রের পক্ষে আজকের দিনটা ‘কালো দিন’ হয়ে থাকবে। যাঁরা ‘অগণতান্ত্রিক এআইএডিএমকে সরকারের’ অপসারণ চান, তাঁদের তাঁর সঙ্গে যোগ দেওয়ার ডাক দেন স্ট্যালিন। শেষ পর্যন্ত অবশ্য দলবল সমেত তাঁকে আটক করে পুলিশ।
স্ট্যালিনের অভিযোগ, বিধানসভায় তিনি মার্শালদের হাতে নিগৃহীত হয়েছেন।
দিনভর তুমুল অশান্তি, গন্ডগোলের মধ্যেই শনিবার বিধানসভায় আস্থাভোটে ১২২-১১ ভোটে জিতে যায় শশীকলা অনুগামী পালানিস্বামীর সরকার। তারপরই দলীয় বিধায়কদের নিয়ে মেরিনা বিচে অবস্থান, ধরনায় বসে পড়েন স্ট্যালিন। রাজ্যের নানা জায়গায় ডিএমকে কর্মী-সদস্যরা পথ অবরোধ করে, গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। স্ট্যালিনকে নিগ্রহ করা হয়েছে বলে অভিযোগ তাদের। তিরুপুরে বিধানসভা স্পিকার ধনপালের কার্যালয় লক্ষ্য করেও ইট ছোঁড়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement