কাশ্মীরে শান্তি ফেরাতে পাকিস্তানের সঙ্গে কথা বলুন, কেন্দ্রকে আর্জি আবদুল্লার
শ্রীনগর: পরিস্থিতি উন্নতি হওয়ার জন্য অপেক্ষা না করে কাশ্মীরে শান্তি ফেরাতে পাকিস্তানের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে কেন্দ্রকে আর্জি করলেন ফারুক আবদুল্লা।
সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ন্যাশনাল কনফারেন্সের এই নেতা বলেন, এখনই কথা বলুন। এখনই সব পক্ষের সঙ্গে কথা বলতে হবে। তাঁর মতে, এবিষয়ে পাকিস্তানের সঙ্গেও কথা বলা উচিত। বলেন, পাকিস্তানের সঙ্গে তিক্ত সম্পর্ক হলেও তাদেরকে সঙ্গে নেওয়া উচিত।
সম্প্রতি, শ্রীনগর লোকসভা উপ-নির্বাচনে জয়ী হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আবদুল্লা। তিনি জানান, আলোচনা শুরু করতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করে থাকলে চলবে না। তিনি বলেন, কেন্দ্র যদি সত্যিই চায় যে (কাশ্মীর) শান্তি আসুক তাহলে শেষ পাথর ছোড়া বা শেষ বুলেট চলা পর্যন্ত অপেক্ষা করে লাভ নেই।
আবদুল্লার মতে, ভারত সর্বদা মানবাধিকারের হয়ে সওয়াল করে এসেছে। এখন সেই অধিকার খর্ব হলে কাশ্মীরিদের মধ্যে নতুন ক্ষত ও বিচ্ছিন্নতার সৃষ্টি হবে। তিনি বলেন, কথা না বলে আমরা আখেরে গণতন্ত্রের কবর খুঁড়ছি। তিনি যোগ করেন, ভারতীয় সংবিধানকে মর্যাদা দেওয়া উচিত।
তিনি পাথর ছোড়াকে সমর্থন করেন কি না প্রশ্নের জবাবে আবদুল্লা জানান, তারা নিজেদের অধিকারের জন্য লড়াই চালাচ্ছে। তিনি বলেন, ওরা মুখ্যমন্ত্রী, সাসংদ বা বিধায়ক পদের জন্য লড়ছে না। ওরা ওদের অধিকার চায়। তিনি মনে করিয়ে দেন, ইন্টারনেট সহ সব সুযোগ-সুবিধে বন্ধ করে দিয়ে কাশ্মীরিদের মন জয় সম্ভব নয়।