এক্সপ্লোর
Advertisement
মায়ের অন্ত্যষ্টি, চার সপ্তাহের প্যারোল পেলেন সহারা কর্ণধার সুব্রত
নয়াদিল্লি: মায়ের অন্ত্যেষ্টির জন্য সহারাশ্রী সুব্রত রায়কে চার সপ্তাহের প্যারেল মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। দীর্ঘ রোগভোগের পর শুক্রবার সকালে লখনউতে সহারা কর্ণধারের মা ছবি রায় প্রয়াত হন। তাঁর বয়স হয়েছিল ৯৫। এরপরই তড়িঘড়ি শুনানি বসে শীর্ষ আদালতে। সেখানে প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি এ আর দাভে এবং বিচারপতি এ কে সিকরিকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ সহারাশ্রীকে চার সপ্তাহের প্যারোল মঞ্জুর করেন। সুব্রতর সঙ্গে সহারার আরেক জেলবন্দি ডিরেক্টর অশোক রায় চৌধুরীকেও প্যারোল মঞ্জুর করেছে শীর্ষ আদালত। তবে, আদালত একইসঙ্গে জানিয়েছে, সহারা কর্ণধারের ওপর সর্বক্ষণ পুলিশি নজরদারি থাকবে এবং তিনি যে পালানোর চেষ্টা করবেন না, তা নিশ্চিত করতে হবে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৪ সালের ৪ মার্চ থেকে তিহাড় জেলে বন্দি রয়েছেন সুব্রত রায়। তাঁর বিরুদ্ধে আর্থিক বেনিয়েমের মামলা করেছে সেবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement