এক্সপ্লোর
Advertisement
সুনন্দা পুষ্করের মৃত্যুর তদন্তে গড়িমসি, দিল্লি পুলিশকে ভর্ৎসনা আদালতের
নয়াদিল্লি: সুনন্দা পুষ্করের রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে গাছাড়া মনোভাব দেখানোয় দিল্লি পুলিশকে ভর্ৎসনা করল আদালত। ২০১৪ সালের ১৭ জানুয়ারি রাতে দিল্লির একটি পাঁচতারা হোটেলে সুনন্দার মৃত্যু হয়। তারপর থেকেই সংশ্লিষ্ট স্যুইটটি সিল করা আছে। স্যুইটটি খুলে দেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ। সেই আবেদনের শুনানি চলাকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধর্মেন্দ্র সিংহ পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেছেন, ‘তদন্তের নামে দিল্লি পুলিশের অলস আচরণের জন্য হোটেলের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। তিন বছর পেরিয়ে যাওয়ার পরেও আরও সময় চাইছে পুলিশ। ১২ সেপ্টেম্বর ডেপুটি কমিশনারকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।’
এর আগে গত ২১ জুলাই চার সপ্তাহের মধ্যে ওই স্যুইটটি খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেবারও পুলিশের ভূমিকার সমালোচনা করে আদালত বলেছিল, পুলিশের শিথিলতার কারণে অনির্দিষ্ট সময়ের জন্য হোটেলের আর্থিক ক্ষতি হতে দেওয়া যায় না। তবে স্যুইটটি খোলার নির্দেশ দিলেও, সেটি খোলার আগে তদন্তকারীদের সেখানে যাওয়া এবং তদন্তের স্বার্থে যে কোনও জিনিস বাজেয়াপ্ত করার স্বাধীনতা দেয় আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement