এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
জম্মুর সোপিয়ানেও সেনা ছাউনির ওপর গুলি, অভিযোগ, সুঞ্জওয়ানে জঙ্গিরা এসেছিল রোহিঙ্গা বসতি থেকে
শ্রীনগর: সুঞ্জওয়ানে একাধিক দিন ধরে সেনা জঙ্গি সংঘর্ষের পর গতকাল সোপিয়ানেও সেনা ছাউনির ওপর গুলি চালিয়েছে জঙ্গিরা। তবে এতে বড় কোনও ক্ষতি হয়নি। সুঞ্জওয়ান হামলায় সামনে এসেছে চমকে ওঠার মত তথ্য। জানা গিয়েছে, সেনা ছাউনির ঠিক পাশে গড়ে ওঠা রোহিঙ্গা শরণার্থীদের বস্তি থেকেই জঙ্গিরা এসেছিল।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, সুঞ্জওয়ান হামলায় রোহিঙ্গাদের কোনও ভূমিকা আছে কিনা। এই সেনা ছাউনির মাত্র ৫০০ মিটার দূরে গড়ে উঠেছে মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের এই শিবির। ওখানে বহু রোহিঙ্গা পরিবার থাকে, এখান থেকে ছাউনির পাঁচিলের দূরত্ব সামান্য কয়েক মিটার। ওই শিবির থেকে এসে জঙ্গিরা সহজেই সেনা ছাউনিতে ঢুকে পড়ে।
ভারত সরকার রোহিঙ্গা ইস্যু নিয়ে যথেষ্ট বিব্রত। সুপ্রিম কোর্টে কেন্দ্র পরিষ্কার জানিয়েছে, দেশে রোহিঙ্গা আশ্রয় দেওয়ার তারা বিরোধী। এরপরেও কীভাবে সেনাবাহিনীর নিরাপত্তায় এত বড় ফাঁক থেকে গেল, রোহিঙ্গা বস্তি সেনা ছাউনির ঠিক পাশে বসে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে।
এবিপি আনন্দের কাছে খবর, সুঞ্জওয়ান হামলায় রোহিঙ্গাদের হাত থাকতে পারে। সম্ভবত ছাউনিতে হামলা চালানোর আগে ৪ জৈশ ই মহম্মদ জঙ্গি কিছুদিন কয়েকটি রোহিঙ্গা পরিবারে আশ্রয় নিয়েছিল। রোহিঙ্গারাই তাদের সেনা শিবিরে ঢুকতে সাহায্য করে। তবে বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ, এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement