এক্সপ্লোর
Advertisement
ফ্ল্যাট দিতে দেরি, ১৫ কোটি টাকা ফেরত্ দিতেই হবে, ইউনিটেক-কে নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: গুরগাঁওয়ে সময় মতো হাউসিং প্রকল্প শেষ করতে না পারার মাশুল গুনতে হবে ইউনিটেক লিমিটেডকে। ফ্ল্যাট বুক করা খদ্দেরদের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ফ্ল্যাট দিতে না পারায় বৃহত্ গৃহ নির্মাতা সংস্থাটিকে ১৫ কোটি টাকা ফেরত্ দিতে বলল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি ইউ ইউ ললিতকে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ বুধবার ইউনিটেক-কে দু সপ্তাহের মধ্যে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে। বাকি টাকা জমা দিতে হবে চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার আগেই। ইউনিটেক-এর কৌঁসুলিকে বেঞ্চ পরিষ্কার বলেছে, যারা ফ্ল্যাট নিতে রাজি নন, তাঁদের টাকা ফিরিয়ে দিতে হবে।
খদ্দেরদের টাকা ফেরত্ দিতে তাদের বাধ্য করা যেতে পারে না, ইউনিটেক-এর এই যু্ক্তি গ্রাহ্যই করেনি শীর্ষ আদালত।
গুরগাঁওয়ে ইউনিটেক-এক ভিস্তাস প্রজেক্টে বিনিয়োগ করা ৩১ জন ক্রেতা টাকা ফেরত্ চেয়েছেন। নির্মাণ সংস্থাটি ফ্ল্যাটের মালিকানা তাঁদের হাতে তুলে দিতে দেরি করছে, জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশনে অভিযোগ করেন তাঁরা। কমিশন সময় মতো ফ্ল্যাট না দেওয়ায় ইউনিটেক-কে তুলোধনা করে জরিমানা ধার্য করে, নির্দেশ পালন করতেও বলে। কমিশনের সেই জরিমানার নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ইউনিটেক। তবে গত ১২ আগস্ট শীর্ষ আদালত জানিয়ে দেয়, ফ্ল্যাট দিতে না পারলে কোম্পানিকে টাকা ফেরত্ দিতে হবেই। শেষ পর্যন্ত ইউনিটেক জরিমানা এড়াতে আর্থিক অক্ষমতার কথা জানায় সর্বোচ্চ আদালতে। তাদের কৌঁসুলি সওয়াল করেন, কোম্পানির আর্থিক স্থিতিশীলতা নেই। তিনি বলেন, আমাদের টাকা নেই। থাকলে তো ফ্ল্যাট বানিয়েই ক্রেতাদের দিতে পারতাম। তবে বেঞ্চ এ কথায় নরম হয়নি। বেঞ্চ ফ্ল্যাট কিনতে টাকা ঢালা মামলাকারীদের কৌঁসুলিকে বলেন, যে খদ্দেরটা টাকা ফেরত্ চাইছেন, তাঁদের তালিকা পেশ করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement