মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি মামলার শুনানি মঙ্গলবার, বিজেপি কর্মীর আর্জি শুনবে সুপ্রিম কোর্ট
ফতারির বিরুদ্ধেই শীর্ষ ন্যায়লয়ের কাছে আবেদন জানালেন প্রিয়ঙ্কা।
নয়াদিল্লি: প্রিয়ঙ্কা চোপড়ার মেট গালা ইভেন্টের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসিয়ে এবং তা প্রচার করে বিপাকে পড়েছেন বিজেপি যুব মোর্চার সদস্যা প্রিয়ঙ্কা শর্মা। হাওড়ার দাশনগর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে প্রিয়ঙ্কা শর্মাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। তিনি এখন বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
এই গ্রেফতারির বিরুদ্ধেই শীর্ষ ন্যায়ালয়ের কাছে আবেদন জানালেন প্রিয়ঙ্কা। পশ্চিমবঙ্গে কর্মবিরতি চলার কারণেই সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রিয়ঙ্কার আইনজীবী এন কে কউল। ছুটিতে থাকা একটি বিশেষ বেঞ্চ মঙ্গলবার এই মামলা শুনবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি ইন্দিরা ব্যানার্জি ও বিচারপতি সঞ্জীব খান্না এই মামলা শুনবেন।Priyanka Sharma, Howrah District Club Cell Convener, Bharatiya Janata Yuva Morcha was arrested on charges of posting a photo-shopped picture of WB CM.Her mother says,"She just shared the picture on social media like many others,since she is an opposition worker she was arrested." pic.twitter.com/eAFLvKKFEM
— ANI (@ANI) May 12, 2019
Supreme Court agrees to hear tomorrow the plea filed by Priyanka Sharma, BJP youth wing worker who was arrested for sharing a morphed picture of West Bengal Chief Minister Mamata Banerjee. (file pic). pic.twitter.com/jNAQwZ96gp
— ANI (@ANI) May 13, 2019