একটা বছরও জন্মদিনে আমার পছন্দের চকোলেট কেক আনতে ভোলেনি সুষমা, স্মৃতিমেদুর আডবাণী
অতীতকে স্মরণ করে আডবাণী বলেন, সুষমা একজন প্রতিভাবান যুব সদস্য ছিলেন, যখন তাঁকে বিজেপিতে নিয়ে এসেছিলেন তিনি।
নয়াদিল্লি: সুষমা স্বরাজের মৃত্যুতে প্রয়াত নেত্রী তথা সহকর্মীকে স্মরণ করলেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে জানালেন, দলের অন্যতম জনপ্রিয় মুখ হওয়ার পাশাপাশি এদেশে নেত্রীদের রোল মডেল ছিলেন সুষমা।
একটি শোকবার্তায় আডবাণী বলেন, সুষমা এমন একজন যাঁকে তিনি খুব কাছ থেকে চিনেছেন। বিজেপিতে সুষমার দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরু থেকেই তাঁর সঙ্গে কাজ করেছেন।
অতীতকে স্মরণ করে আডবাণী বলেন, সুষমা একজন প্রতিভাবান যুব সদস্য ছিলেন, যখন তাঁকে বিজেপিতে নিয়ে এসেছিলেন তিনি। যত বছর পেরিয়েছে, সুষমা দলের একজন অত্যন্ত জনপ্রিয় ও মুখ্য নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সত্যি বলতে কি, দেশের মহিলা রাজবৈতিক নেতাদের কাছে নিজেকে রোল মডেল হিসেবে উঠে এসেছিলেন সুষমা। একজন প্রকৃত সুবক্তা। মাঝে মধ্যে আমি অবাক হয়ে যেতাম তাঁর প্রখর স্মৃতিশক্তি দেখে। কীভাবে তিনি বহু পুরনো ঘটনা অক্লেশে মনে করে সেগুলি গড়গড় করে বলে যেতে পারতেন।
মঙ্গলবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে, দিল্লির এইএমসে মারা যান সুষমা স্বরাজ। বয়স হয়েছিল ৬৭ বছর। রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন সুষমা। শুরু হয় বুকে ব্যথা। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় দিল্লির এইএমস হাসপাতালে। সেখানেই মারা যান প্রাক্তন বিদেশমন্ত্রী। আডবাণীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সুষমা। নেত্রীর অকালপ্রয়াণে স্বভাবতই ভীষণই মর্মাহত আডবাণী। শোকবার্তায় তিনি বলেন, একজন ঘনিষ্ঠ সহকর্মীকে হারিয়ে আমি শোকসন্তপ্ত। দেশ এক অসাধারণ নেত্রীকে হারাল। সুষমার মৃত্যু আমার কাছে অপূরণীয় ক্ষতি। তিনি একজন ভাল মানুষ ছিলেন। আন্তরিক ও সমব্যথী মনোভাবের জন্য পরিচিত ছিলেন। সকলের মধ্যে জনপ্রিয় ছিলেন তিনি। প্রিয় সহকর্মীকে স্মরণ করে আডবাণী বলেন, একটা বছর যায়নি, যেখানে সুষমা আমার জন্মদিনে আমার পছন্দের চকোলেট কেক আনতে ভুলে গিয়েছিল।Sushma Swaraj Ji Condolence Message - L K Advani Om Shanti pic.twitter.com/ZHpiN9uthR
— Chowkidar Advani (@LKAdvaniBJP_) August 7, 2019