এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর কখনই পাকিস্তানের হবে না, শরিফকে পাল্টা সুষমার
নয়াদিল্লি: নওয়াজ শরিফকে কড়া জবাব দিলেন সুষমা স্বরাজ। কাশ্মীর ইস্যুতে লাগাতার ভারতকে বিব্রত করার কোনও চেষ্টাই বাকি রাখছে না পাকিস্তান। বুরহান ওয়ানির মৃত্যুর পর উত্তপ্ত কাশ্মীর উপত্যকায় অশান্তির আগুনে ঘি ঢালছে পাকিস্তানের নানা মহল। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে কাশ্মীরীদের ‘আত্মনিয়ন্ত্রণের অধিকারে’র আন্দোলনের পাশে থাকার ঘোষণা করে সম্প্রতি ‘কালা দিবস’ পালিত হয়েছে পাকিস্তানে। প্রথমে বুরহানকে ‘স্বাধীনতা যোদ্ধা’ বলেছেন পাক বিদেশ দপ্তরের মুখপাত্র। আর খোদ পাক প্রধানমন্ত্রী নিহত হিজবুল কমান্ডারকে ‘শহিদ’ আখ্যা দিয়ে বীরের মর্যাদা দিয়েছেন তাকে। এই প্রেক্ষাপটে পাল্টা বিদেশমন্ত্রী প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন শরিফকে। তিনি বলেছেন, উনি যাকে শহিদ বলছেন, সেই বুরহান যে হিজবুল জঙ্গি ছিল, তা কি উনি জানেন না! পাকিস্তান কাশ্মীরে হিংসায় প্ররোচনা দিচ্ছে বলে দাবি করে সুষমা বলেন, ওরা কাশ্মীরকে কষ্ট দিচ্ছে।
গতকাল পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচনে নিজের দল পিএমএল(এন)-এর বিপুল সাফল্যে উচ্ছ্বসিত শরিফ বলেছেন, এবার বাকি কাশ্মীর পাকিস্তানের অংশ কবে হবে, সেজন্য অপেক্ষা করছেন তিনি।
এতে তীব্র অসন্তোষ জানিয়েছেন বিদেশমন্ত্রী।
শরিফ একা নন, পাকিস্তানে অবাধে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানো মুম্বই জঙ্গি হানার মাথা হাফিজ মহম্মদ সঈদও কাশ্মীর নিয়ে রাস্তায় নেমেছেন। ‘কাশ্মীর ক্যারাভান’ নিয়ে মিছিল করেছেন। এমনকী কাশ্মীরেও মিছিল নিয়ে ঢোকার হুমকি দিয়েছেন। ভারতের অভিমত, পাকিস্তানের সরকারি মদত না থাকলে এমন হুঙ্কার ছাড়তে পারতেন না জামাত-উদ-দাওয়ার এই নেতা।
সুষমার অভিযোগ, হাফিজ সঈদ ও অন্যান্য সন্ত্রাসবাদীদের মাধ্যমে পাকিস্তান ভারতের যে ভূখণ্ডে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে, তা ভারতের অবিচ্ছেদ্য অংশ।
সেইসঙ্গে শরিফকে কটাক্ষ করে তিনি বলেন, পাকিস্তান একটা মারাত্মক স্বপ্ন দেখছে যে, একদিন কাশ্মীর তার অংশ হবে। কিন্তু এই স্বপ্ন কোনওদিনই বাস্তবায়িত হবে না। পাকিস্তানের নকশা কোনওদিন সফল হবে না। গোটা কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। ভারত কখনই ভূস্বর্গকে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে পরিণত হতে দেবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement