গঙ্গায় প্রয়াত সুষমা স্বরাজের অস্থি বিসর্জন কন্যা বাঁশুরির
বুধবার, অশ্রুসজল চোখে স্যালুট করে মাকে বিদায় জানিয়েছিলেন সুষমা-কন্যা।
নয়াদিল্লি: মায়ের অস্থি গঙ্গায় বিসর্জন দিলেন প্রয়াত সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি। বৃহস্পতিবার, হাপুরে গিয়ে তিনি মায়ের পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করেন। পাশে ছিলেন প্রয়াত নেত্রীর স্বামী স্বরাজ কৌশল। বুধবার, অশ্রুসজল চোখে স্যালুট করে মাকে বিদায় জানিয়েছিলেন সুষমা-কন্যা।
মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। তড়িঘড়ি দিল্লির এইমস হাসপাতালে নিয়ে গেলেও আর ফিরিয়ে আনা যায়নি প্রাক্তন বিদেশমন্ত্রীকে। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
#WATCH: Bansuri Swaraj, daughter of former EAM Sushma Swaraj, immerses her mother's ashes in Ganga river in Hapur. Sushma Swaraj's husband Swaraj Kaushal is also accompanying her. pic.twitter.com/mMTdW559kg
— ANI UP (@ANINewsUP) August 8, 2019
হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রীর পরিবারের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শেষ শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী, লোকসভার স্পিকার ওম বিরলা-সহ একাধিক নেতা-নেত্রীরা। শ্রদ্ধাজ্ঞাপন করেন নোবেল জয়ী কৈলাস সত্যার্থীও। দিল্লিতে বিজেপির সদর দফতরে শায়িত ছিল মরদেহ। দুপুর ৩টে নাগাদ দিল্লির লোধিঘাটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় সুষমা স্বরাজের শেষকৃত্য। সুষমার স্বরাজের শেষযাত্রায় মোদি-আডবাণীর পাশাপাশি উপস্থিত ছিলেন গুলাম নবি আজাদ, আনন্দ শর্মার মতো কংগ্রেসের শীর্ষ নেতারাও। বিরোধীদের সঙ্গেও বরাবরই ভাল সম্পর্ক ছিল সুষমার। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে সুষমার বাসভবনে যান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। শোক প্রকাশ করেন রাহুল গাঁধী, সনিয়া গাঁধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মুলায়ম সিংহ ও মায়াবতী।