মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার সন্দেহভাজন লস্কর জঙ্গি সেলিম মুনির
মুম্বই: মুম্বই বিমানবন্দর থেকে ধরা পড়ল এক সন্দেহভাজন লস্কর-ই-তৈবা জঙ্গি।
সংবাদসংস্থা সূত্রে খবর, সেলিম মুনির খান ওরফে আবু অমর ওরফে আরিফ নামে ওই জঙ্গি গত ৯ বছর ধরে ফেরার ছিল। সোমবার তাকে মুম্বই বিমানবন্দর থেকে আটক করা হয়।
জানা গিয়েছে, মুনিরের বিরুদ্ধে একাধিক জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ছিল। গোয়েন্দারা জানান, ২০০৮ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনায় সক্রিয় ছিল মুনিরের ভূমিকা। হামলায় ১ জওয়ান সহ ৮ জন নিহত হন।
ওই ঘটনায় আগে ২ জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে মুনিরের নাম পাওয়া যায়। কিন্তু, ততক্ষণ মুনির ফেরার।গোয়েন্দারা জানতে পারে সে আরব আমিরশাহিতে আত্মগোপন করে রয়েছে। ২০০৮ সালেই এরপর মুনিরের বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়।
গোয়েন্দারা জানতে পারেন, আমিরশাহির রাজধানী আবু ধাবিতে ভুয়ো পরিচয়ে একটি বেসরকারি সংস্থায় বেশ কয়েক বছর চাকরি করে মুনির। কিন্তু, সেদেশে থাকার বৈধ কাগজ না থাকায় তাকে সেখান থেকে প্রত্যর্পণ করা হয়।
সম্প্রতি, গোপন সূত্রে উত্তরপ্রদেশ পুলিশের এটিএস-এর কাছে খবর আসে যে মুনির মুম্বই বিমানবন্দরে পৌঁছবে। সেই মতো, উত্তরপ্রদেশ এটিএস-এর একটি বিশেষ দল মুম্বই পৌঁছে যায়। এদিন, মহারাষ্ট্র এটিএস-কে সঙ্গে নিয়ে যৌথভাবে অভিযান চালিয়ে মুনিরকে পাকড়াও করে উত্তরপ্রদেশ এটিএস।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ফতেপুর জেলার হাতগাঁওয়ের বাসিন্দা মুনির আদতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর আফতাবের হ্যান্ডলার হিসেবে কাজ করত।
ফৈজাবাদ থেকে আফতাবকে জেরা করেই এই তথ্য পেয়েছে পুলিশ। আফতাব জানায়, মুনির তার জন্য অর্থ জোগাড় করত। আরও জানা য়ায়, পাকিস্তানের মুজফ্ফরাবাদে সে জঙ্গি প্রশিক্ষণও নিয়েছে মুনির।