এক্সপ্লোর
Advertisement
নোট বাতিল:ঐতিহাসিক সিদ্ধান্ত, নেওয়ার জন্যে সাহস প্রয়োজন, মোদীর প্রশংসায় জেটলি
নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনে যখন দুই কক্ষেই নোট বাতিলের সিদ্ধান্তের জেরে বিরোধীদের একজোট আক্রমণের মুখে জেরবার প্রধানমন্ত্রী, তখনই মোদীর এই সিদ্ধান্তের উচ্ছ্বসিত প্রশংসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আজ সকালে মোদী-জেটলি দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে এক বৈঠক করেন। সেখানে মোদীর প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, নোট বাতিল একটি ঐতিহসিক সিদ্ধান্ত। এধরনের পদক্ষেপ নেওয়ার জন্যে যথেষ্ট সাহসের প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার বিজেপির সমস্ত নেতা-মন্ত্রীরা মোদীর নোট বাতিলের সিদ্ধান্তকে সর্বসম্মত ভাবে সমর্থন করে বলেন, কালো টাকা ও দুর্নীতি রোধে মোদীর এই লড়াইয়ে তাঁরা প্রত্যেকে কেন্দ্রের পাশে আছেন। মোদী আজকের বৈঠকে বলেন, নোট বাতিল কার্যত দেশের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শুরু। ভবিষ্যতে কালো টাকা রোধে আরও অনেক কঠিন পদক্ষেপ নেবে সরকার।
জেটলি আজকের সভায় মোদীর প্রশংসা করে আরও বলেন, ৭০ বছর ধরে মানুষ যেটাকে স্বাভাবিক মনে করে দৈনন্দিন জীবন কাটাছেন, তাতে এই সিদ্ধান্ত হয়তো কিছুটা সাময়কি ছেদ টেনেছে। কিন্তু ৭০ বছরের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে, নতুন স্বাভাবিক জীবনের সূর্য উঠেছে। যার ফল অদূর ভবিষ্যতে প্রত্যেক আমজনতা পাবে, আশ্বাস অর্থমন্ত্রীর।
আজকের বৈঠক থেকে অর্থমন্ত্রী বার্তা দেন, তাঁরা এবিষয় বিরোধীদের সঙ্গে সবধরনের আলোচনারর জন্যে প্রস্তুত।
এদিকে নোটকাণ্ডে আজও উত্তপ্ত সংসদের শীতকালীন অধিবেশন। তুমুল হৈ-হট্টগোলে আজকের মতো মুলতুবি হয়ে গিয়েছে লোকসভার অধিবেশন এবং দুপুর দুটো অবধি মুলতুবি রাজ্যসভার অধিবেশন। নোট বাতিল ইস্যুতে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে রাজ্যসভার বিরোধী সাংসদরা।
এবিষয় জেটলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যসভায় কোনও বিবৃতি দেবেন না মোদী। তিনি আলোচনার মাধ্যমে উত্তর দিতে প্রস্তুত। বিরোধীরা কেন আলোচনাকে এড়িয়ে যাচ্ছেন, সেটাই প্রশ্ন অর্থমন্ত্রীর।
এদিকে নিজেদের পরবর্তী রণকৌশল স্থির করতে আজ কংগ্রেসের ডাকে ফের বৈঠকে বসে বিরোধীরা। যোগ দেয় তৃণমূল, সিপিএম, সিপিআই, জেডিইউ, আরজেডি, বিএসপি-সহ বিরোধী দলগুলি। উপস্থিত ছিল সমাজবাদী পার্টি ও এনসিপি-ও। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামীকাল সকাল পৌনে দশটা থেকে গাঁধী মূর্তির সামনে ধর্নায় বসবেন বিরোধী সাংসদরা। রাষ্ট্রপতির কাছে সময় চাওয়ারও সিদ্ধান্ত হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বিনোদনের
খবর
Advertisement