এক্সপ্লোর
মোবাইলে রেকর্ড শ্লীলতাহানি, বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ আইটি কর্মীর

বিজয়ওয়াড়া: ট্রেনে তিন যাত্রীর হাতে শ্লীলতাহানির শিকার এক তথ্যপ্রযুক্তি কর্মী। যৌন হেনস্থা থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন পেশায় ইঞ্জিনিয়ার ওই তরুণী। এমনকি যখন দুজন মিলে তরুণীকে হেনস্থা করছিল, সেসময় অপর অভিযুক্ত ব্যক্তি তার মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করে রাখে। ট্রেনটির গতি আস্তে থাকায় তরুণীর তেমন চোট লাগেনি। শুধু মাথায় সামান্য চোট আছে। পেশায় ট্রেনি ইঞ্জিনিয়ার, ওই তরুণী রেডিংটন গালফে কাজ করেন। চেন্নাই থেকে মেয়েটি ও তাঁর দুই বন্ধু বিজয়ওয়াড়ায় তাঁর বাড়ি যাচ্ছিলেন। তরুণী এর্নাকুলাম-হজরত নিজামউদ্দিন মিলেনিয়াম এক্সপ্রেসে ছিল। তরুণী তাঁর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ট্রেনের এস ওয়ান কোচে উঠেছিলেন। তাঁদের টিকিট কনফার্ম ছিল না। টিকিট পরীক্ষককের কাছে তাঁদের ওই কামরায় থাকার জন্যে অনুরোধ করছিলেন ওই তরুণী ও তাঁর দুই বন্ধু। সেই সময়ই একজন তরুণীকে হেনস্থা শুরু করে ট্রেনের তিন যাত্রী। কামরার অন্য যাত্রীদের থেকে সাহায্য চেয়েও পাননি তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, নিজেকে বাঁচাতে বাধ্য হয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন ওই তরুণী। তিন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একজন বিহারের বাসিন্দা, অপর দুজন উত্তরপ্রদেশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি





















