এক্সপ্লোর
চেহারা নিয়ে ‘খোঁটা’, ক্ষিপ্ত হয়ে মহিলা তথ্য-প্রযুক্তি কর্মীকে খুন !

চেন্নাই: গ্রেফতার চেন্নাইয়ে তথ্য প্রযুক্তি কর্মী খুনে মূল অভিযুক্ত পি রামকুমার। জেরায় রামকুমার জানিয়েছে, এস স্বাতী নামে ওই তরুণী তাকে কুৎসিত ভাষায় গালিগালাজ করত, চেহারা নিয়ে খোঁটা দিত। তার শারীরিক গঠন নিয়ে কটূক্তি করত, যাতে ভীষণই রুষ্ট হত সে। স্বাতীকে খুনের কথা স্বীকার করে নিয়েছে রামকুমার। পুলিশের প্রশ্নের মুখে রাজকুমার জানিয়েছে, সে স্বাতীর একেবারে অপরিচিত ছিল না। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দুজনের আলাপ হয়। ফোন নম্বর আদান-প্রদানও হয়েছিল। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, সেনগোত্তাইয়ের মীনাক্ষীপুরম গ্রামে নিজের বাড়িতেই রামকুমারের খোঁজ পায় পুলিশ। গ্রেফতার করে তাকে। পুলিশকে দেখে ধারালো অস্ত্র দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে সে। জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। চলছে চিকিত্সা। ওই আধিকারিক জানিয়েছেন, আগে থেকেই রামকুমারকে চিনত স্বাতী। স্বাতী কখনও তাকে প্রশ্রয় দেয়নি। প্রত্যাখ্যানই করত সবসময়। এরপর স্বাতীকে অনুসরণ করা শুরু করে রামকুমার। স্বাতীকে নজরে রাখতে চুলাইমেদুতে একটি বাড়িতে থাকাও শুরু করে। কোনও একটা অনুষ্ঠানে রামকুমারের শারীরিক গঠন নিয়ে কটুক্তি করে স্বাতী। সেই রাগ থেকেই প্রতিহিংসাপরায়ন হয়ে ওঠে সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















