এক্সপ্লোর
তেলঙ্গানায় পথচারীকে ধাক্কা মেরে গাড়ির মাথায় দেহ নিয়ে তিন কিমি ছুটল শেভ্রোলেট
মেহেবুবনগর: ফের নৃশংসতার সাক্ষী রইল সমাজ। এবার তেলঙ্গানার মেহেবুবনগর। মেহেবুবনগরে জাতীয় সড়ক পের হচ্ছিলেন ৩৫ বছরের শ্রীনিবাসুলু। সেই সময় জাতীয় সড়কের ওপর দিয়ে দুরন্ত গতিতে ছুটে আসছিল এক শেভ্রোলেট। গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে ৩৫ বছরের শ্রীনিবাসুলুকে প্রথমে ধাক্কা মারে গাড়িটি। দ্রুত গতিতে আসা গাড়ির ধাক্কায় শ্রীনিবাসুলুর দেহ প্রথমে হাওয়ায় উঠে গাড়ির ছাদে গিয়ে পড়ে। তারপর সেই দেহ নিয়ে তিন কিমি ছোটে ঘাতক গাড়িটি।
এই ঘটনাটি ঘটে সোমবার রাত দশটা নাগাদ। মৃত ব্যক্তি পেশায় একজন শ্রমিক ছিলেন। গাড়ির মালিক হায়দরাবাদের ব্যবসায়ী রাজাশেখর। এখনও অবধি পুলিশ নিশ্চিত নয়, গাড়িটি দুর্ঘটনার সময় রাজাশেখরই চালাছিলেন না তাঁর গাড়ির চালক ছিলেন চালকের আসনে। মৃত ব্যক্তির দেহটি ময়নাতদন্তের জন্যে জাদছেড়লা হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement