এক্সপ্লোর
গুরমেহরের সমর্থকরা পাকিস্তানপন্থী, দেশ থেকে বার করে দেওয়া উচিত, দাবি হরিয়ানার মন্ত্রীর

চণ্ডীগড়: ফের বিতর্কিত মন্তব্য করলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী গুরমেহর কউর প্রসঙ্গে তাঁর মন্তব্য, যাঁরা এবিভিপি-র বিরুদ্ধে গুরমেহরের অবস্থানকে সমর্থন করছেন তাঁরা পাকিস্তানের সমর্থক। তাঁদের দেশ থেকে বার করে দেওয়া উচিত। এর আগে ট্যুইট করেও গুরমেহর ও তাঁর সমর্থকদের আক্রমণ করেন অনিল। এরপর বিধানসভার অধিবেশনের ফাঁকে তিনি বলেছেন, ‘বাবার শহিদ হওয়া নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন গুরমেহর। এটা নিন্দনীয় এবং ভুল। জন্মলগ্ন থেকেই ভারতের বিরুদ্ধে সরাসরি বা ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। অথচ একজন শহিদের মেয়ে পাকিস্তানকে নির্দোষ বলছেন। এটা ঠিক নয়। এই ধরনের লোকদের এদেশে থাকার কোনও অধিকার নেই। তাদের দেশ থেকে বার করে দেওয়া উচিত।’ এর আগে অনিলই বলেছিলেন, মহাত্মা গাঁধীর ছবি থাকার ফলে খাদির কোনও উন্নতি হয়নি এবং নোটের অবমূল্যায়ণ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দেওয়ার পরেই খাদি পণ্যের বিক্রি বেড়েছে। নোট থেকেও গাঁধীর ছবি সরিয়ে দেওয়া ঠিক সিদ্ধান্ত। গোমাংস নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন অনিল। ফের বিতর্কে জড়ালেন তিনি। অন্যদিকে, গুরমেহর এখন জলন্ধরে আছেন। তাঁর নিরাপত্তার জন্য দু জন মহিলা কনস্টেবলকে নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন জলন্ধরের পুলিশ কমিশনার অর্পিত শুক্ল। গুরমেহরকে ধর্ষণের হুমকি দেওয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















