এক্সপ্লোর
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল মদ্যপ কাকা, মৃত কিশোরী, জখম ২ বোন
![চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল মদ্যপ কাকা, মৃত কিশোরী, জখম ২ বোন Three sisters thrown out of train, 1 dead চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিল মদ্যপ কাকা, মৃত কিশোরী, জখম ২ বোন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/04/16183827/train-511x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সীতাপুর (উত্তরপ্রদেশ): বাবা, কাকার সঙ্গে অমৃতসর-সহর্ষ জনসেবা এক্সপ্রেসে বিহারে যাচ্ছিল তিন বোন। মদের নেশায় চুর কাকা তিনজনকেই চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দিলে সাত বছরের মুন্নি প্রাণ হারায়, তার দুই বোন আলবুল (১২) ও সালিমা (৪) খাতুন মারাত্মক জখম হয়েছে বলে জানিয়েছেন সার্কল অফিসার (সীতাপুর) যোগেন্দ্র সিংহ।
উত্তরপ্রদেশে সীতাপুরে গতকাল ভোরের এই ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না তিন বোনের বাবা, কাকার।
আরপিএফ ইনস্পেক্টর (সীতাপুর) ধনঞ্জয় সিংহ জানান, আলবুল তাঁদের বলেছে, বাবা, কাকা মদ খাচ্ছিল। দুজন মধ্যে বচসা হয়। হঠাত্ কাকা তাদের ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয়।
মুন্নিকে পাওয়া যায় সীতাপুরের বিসওয়ান থেকে প্রায় ১১ কিমি দূরে রামাইপুর হল্টে। আলবুল, সালিমার খোঁজ মেলে ভিন্ন জায়গায়। ঘটনার তদন্ত চলছে।
ওদের বাবা ইদ্দু, কাকা ইকবাল বিহারের মোতিহারির বাসিন্দা, কাজ করে পঞ্জাবে। মোতিহারি পুলিশের সাহায্য চাওয়া হয়েছে বলে জানান আরপিএফ কর্তাটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)