করোনাভাইরাস রোগীকে বাঁচাতে গগলস, মুখঢাকা বর্ম খুলেই দ্বিধা না করে তাঁর কাছে এগিয়ে গেলেন ডাক্তার!
নিজের জীবন বাজি রেখে রোগীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন, এমন ডাক্তার দেখেছেন? সত্যিই এরকম ডাক্তার আছে ভারতে। জাহিদ আবদুল মজিদ। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা জাহিদ দিল্লি এইমস-এর ডাক্তার। সেখানকার এক সঙ্কটজনক করোনাভাইরাস আক্রান্ত রোগীকে আইসিইউতে সরানোর সময় তাঁকে বাঁচাতে নিজের সুরক্ষামূলক বর্ম (প্রটেকটিভ গিয়ার ) খুলে ফেলে তাঁর সামনে যান তিনি।
নয়াদিল্লি: নিজের জীবন বাজি রেখে রোগীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন, এমন ডাক্তার দেখেছেন? সত্যিই এরকম ডাক্তার আছে ভারতে। জাহিদ আবদুল মজিদ। জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা জাহিদ দিল্লি এইমস-এর ডাক্তার। সেখানকার এক সঙ্কটজনক করোনাভাইরাস আক্রান্ত রোগীকে আইসিইউতে সরানোর সময় তাঁকে বাঁচাতে নিজের সুরক্ষামূলক বর্ম (প্রটেকটিভ গিয়ার ) খুলে ফেলে তাঁর সামনে যান তিনি। নিজেকে এতটা ঝুঁকির মুখে ঠেলে দেওয়ায় তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টিনের পরামর্শ দেওয়া হয়েছে।
দিল্লি এইমসের আবাসিক ডাক্তারদের অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীনিবাস রাজকুমার টি জানিয়েছেন, সম্পূর্ণ কোভিড-১৯ চিকিত্সার হাসপাতালে পরিণত এইমস ট্রমা সেন্টারে ওই ইনটিউবেশনে থাকা রোগীকে সরানোর সময় জাহিদকে যখন তলব করা হয়, তিনি রমজানের উপবাসও ভাঙতে পারেননি। গত ৮ মে বেলা দুটোর সময় মজিদ খবর পেয়ে ওই রোগীর অ্যাম্বুলেন্সের কাছে যান। রোগীর ভেন্টিলেশনে অর্থাত খোলা বাতাসের মধ্যে রাখায় সমস্য়া হচ্ছে দেখে মজিদের সন্দেহ হয়, ভুলবশতঃ রোগীর মুখে লাগানো নল খুলে গিয়েছে। জাহিদ বলেছেন, সঙ্গে সঙ্গে আমি ফের তাঁকে ইনটিউবেট করার সিদ্ধান্ত নিই। কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে আলো কম থাকায় পিপিই-র মধ্যে দিয়ে দেখতে অসুবিধা হচ্ছিল। আমি গগলস, মুখের বর্মটি সরিয়ে রোগীকে আবার ইনটিউবেট করি, কেননা একটু দেরি হয়ে গেলেই হয়তো তিনি মারা যেতেন।
রাজকুমার বলেছেন, এই প্রক্রিয়ার সময় রোগীর নিঃশ্বাস থেকে বেরনো পুরো বাতাস মুখে লাগতে পারে জেনেও বিন্দুমাত্র দ্বিধা করেননি জাহিদ। কোভিড-১৯ আমাদের সবারই বিপদ, দেশের মানুষ যাতে এটা বুঝতে পেরে নিজেদের মধ্যে কলহ, বিবাদ না করেন, এটা খুব গুরুত্বপূর্ণ। রোগী, স্বাস্থ্যকর্মী, প্রতিটি মানুষের প্রতি মায়া-মমতা দেখান, সহানুভূতিশীল হোন।
তিনি আরও বলেন, জাহিদ একজন কর্মনিষ্ঠ, দায়বদ্ধ, স্নেহশীল ডাক্তার। নানা সীমাবদ্ধতা, সারা দেশে পরিষেবা দেওয়ার পর্যাপ্ত যথাযথ পরিবেশ না থাকলেও যে আবাসিক ডাক্তাররা এই ভাইরাস মোকাবিলায় একজোট হয়েছেন, তাঁদের কুর্ণিশ করছে এইমস-এর আবাসিক ডাক্তারদের সংগঠন।