এক্সপ্লোর
ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, সাফাই জাকিরের
![ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, সাফাই জাকিরের Totally Against Terrorism And Killing Of Innocent Naik ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, সাফাই জাকিরের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/08000846/Zakir-Naik-compressed-580x3951-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: তাঁর ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করলেন বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েক। তাঁর ভাষণে জঙ্গিদের অনুপ্রাণিত হওয়ার অভিযোগও অস্বীকার করেছেন জাকির।
বাংলাদেশে হামলায় জড়িত এক জঙ্গি তাঁর ভাষণে অনুপ্রাণিত হয়েছিল, এই অভিযোগ সামনে আসার পরেই কেন্দ্রীয় সরকার বিতর্কিত এই ধর্ম প্রচারককে গ্রেফতার করার চিন্তাভাবনা করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এরপরেই সাফাই দেওয়ার চেষ্টা করলেন জাকির। তাঁর দাবি, তাঁর ভাষণের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
জাকির বলেছেন, ভারতের সংবাদমাধ্যমে তাঁর ভাষণের একটি অংশ দেখানো হচ্ছে, যেখানে তিনি বলছেন প্রত্যেক মুসলিমেরই সন্ত্রাসবাদী হওয়া উচিত। এটা তাঁকে কালিমালিপ্ত করার জন্যই দেখানো হচ্ছে। তিনি আসলে বলেছিলেন, যে ব্যক্তি অন্য কাউকে ভয় দেখায়, সেই ব্যক্তিই সন্ত্রাসবাদী। একজন পুলিশকর্মী ছিনতাইবাজকে ভয় দেখায়। তাই ছিনতাইবাজের কাছে পুলিশই সন্ত্রাসবাদী। তাই সমাজবিরোধীদের কাছে মুসলিমদের সন্ত্রাসবাদী হতে হবে।
বর্তমানে দুবাইয়ে রয়েছেন জাকির। কয়েকদিনের মধ্যে তিনি ভারতে আসতে পারেন বলে খবর। তিনি দেশে ফিরলেই গ্রেফতার করা হতে পারে। এ বিষয়ে আগামী কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার জাকির নায়েকের ভাষণের প্রভাব নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)