এক্সপ্লোর
Advertisement
দাম নিয়ন্ত্রণে ডাল আমদানির পথে ব্যবসায়ীরা
নয়াদিল্লি: ঊর্ধ্বমুখী দামকে নিয়ন্ত্রণ করতে এবার বিদেশ থেকে ডাল আমদানি করার সিদ্ধান্ত নিল ব্যবসায়িক সংগঠন। সিদ্ধাম্ত অনুযায়ী, এবছর ৩ মিলিয়ন টন মুসুর ডাল আমদানি করা হবে। এর জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকা) মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত আর্থিক বছরে (২০১৫-১৬) দেশের বিভিন্ন জায়গায় খরা ও অনাবৃষ্টির ফলে স্বাভাবিকের থেকে কম ডাল উৎপন্ন হয়েছে। সরকারি পরিসংখ্যান বলছে, এই সময়ে (জুলাই,২০১৫ থেকে জুন, ২০১৬) দেশে মোট উৎপন্ন হওয়া ডালের পরিমাণ প্রায় ১৭ মিলিয়ন টন। সেখানে দেশে চাহিদা ছিল ২৩-২৪ মিলিয়ন টনের।
ইন্ডিয়ান পালসেস অ্যান্ড গ্রেন্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি বিমল কোঠারি জানান, গত বছর রেকর্ড ৫.৭৯ মিলিয়ন টন ডাল আমদানি করা হয়েছিল। এবছর আপাতত ৩ মিলিয়ন টন আমদানি করার চুক্তি হয়েছে। তিনি জানান, এর মধ্যে রয়েছে মটর, ছোলা, মসুর এবং অরহর ডাল আমদানি করা হচ্ছে। আগামী আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে এই ডাল দেশের বাজারে চলে আসবে।
বিস্তারিত তথ্য দিয়ে কোঠারি জানান, মটর ডাল আসবে কানাডা ও ইউরোপীয় রাষ্ট্রগুলি থেকে, ছোলার ডাল আসবে অস্ট্রেলিয়া থেকে, মসুর ডাল আসবে কানডা এবং অস্ট্রেলিয়া থেকে এবং অরহর ডাল থাকবে পূর্ব আফ্রিকা ও মায়ানমার থেকে। ৩ মিলিয়ন টনের মধ্যে ১২-১৫ লক্ষ টন মটর ডাল আসছে, ৫-৭ লক্ষ টন ছোলার ডাল আসছে, ৪ লক্ষ টনের মসুর ডাল আসছে এবং ২-৩ লক্ষ টনের অরহর ডাল আসছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement