এক্সপ্লোর
Advertisement
তিন তালাক অসাংবিধানিক, বলল এলাহাবাদ হাইকোর্ট
নয়াদিল্লি: তিন তালাক ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টের রায়। আদালত বলেছে, মুসলিমদের তিন তালাক প্রথা অসাংবিধানিক এবং তা মহিলাদের অধিকারের লঙ্ঘনের সামিল। হাইকোর্ট বলেছে, কোনও পার্সোনাল ল-ই সংবিধানের ওপরে নয়।
উল্লেখ্য, তিন তালাকের বৈধতাকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকজন মুসলিম মহিলা ও সংগঠনের পক্ষ থেকে দেশের বিভিন্ন আদালতের দ্বারস্থ হয়েছে। সুপ্রিম কোর্টেও এ ধরনের পিটিশনের শুনানি চলছে। কেন্দ্র বিষয় সুপ্রিম কোর্টকে খতিয়ে দেখতে বলেছে। কেন্দ্র বলেছে, এ ধরনের প্রথা সংবিধানের মূল কাঠামোর লিঙ্গ সমতার মতো মৌলিক অধিকার, ধর্মনিরপেক্ষতার পরিপন্থী।
গত মাসেই সুপ্রিম কোর্টে এ ব্যাপারে হলফনামা দায়ের করেছে কেন্দ্র। এতে এনডিএ সরকার তিন তালাক প্রথার বিরোধিতা করেছে। হলফনামায় তিন তালাক নিকাহ হালালা ও বহুবিবাহর মতো বিষয়গুলি বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছে সরকার।
যদিও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি) কেন্দ্রের অবস্থানে আপত্তি জানিয়েছে।তিন তালাক প্রথার বিরুদ্ধে দায়ের করা পিটিশনেরও বিরোধিতা করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement