এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
প্রধানমন্ত্রীকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট, কথা মালদ্বীপ, আফগানিস্তান, মায়ানমার, উত্তর কোরিয়া নিয়ে
নয়াদিল্লি: মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া আফগানিস্তান ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে।
গতকাল মার্কিন প্রেসিডেন্ট ফোন করেন প্রধানমন্ত্রীকে, এ বছরে এটাই তাঁর প্রথম ফোন কল। আলোচনায় দুজনেই উদ্বেগ প্রকাশ করেন মালদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে। গত বৃহস্পতিবার ৯ জন জেলবন্দি বিরোধী রাজনীতিককে মালদ্বীপের শীর্ষ আদালত মুক্তির নির্দেশ দেওয়ায় ছোট্ট ওই দ্বীপরাষ্ট্রে প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। এই নির্দেশ মানতে অস্বীকার করেছে ক্ষমতাসীন ইয়ামিন সরকার। দেশে জারি হয়েছে জরুরি অবস্থা, গ্রেফতার করা হয়েছে প্রধান বিচারপতি সহ ২ বিচারপতিকে।
এ বিষয়ে কথা ছাড়াও মোদী-ট্রাম্পের আলোচনা হয়েছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকার নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে। আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতাবস্থা বজায় রাখা নিয়ে সহমত হয়েছেন তাঁরা। মায়ানমার পরিস্থিতি ও রোহিঙ্গা শরণার্থীদের দুরবস্থা নিয়েও কথা হয়েছে তাঁদের। উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এপ্রিলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসন ও প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিসের বৈঠক হবে। এ ব্যাপারেও কথা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement