এক্সপ্লোর
Advertisement
প্রকাশ্যে ‘ধর্ষক’কে মার, ফের শিরোনামে তৃপ্তি দেশাই
পুণে: ফের খবরের শিরোনামে সমাজকর্মী তথা ভূমাতা ব্রিগেডের সভানেত্রী তৃপ্তি দেশাই। তৃপ্তি জানিয়েছেন, তিনি শিকারাপুর গ্রামের এক যুবককে চড় মেরেছেন। কারণ, তৃপ্তির দাবি অনুযায়ী, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ‘ধর্ষণ’ করেছিল ওই যুবক। তাঁর আরও দাবি, অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় ওই মহিলাকে জোর করে গর্ভপাত করায় ওই যুবক।
এই মর্মে একটি ভিডিও পোস্ট করেন তৃপ্তি। সেখানে দেখানো হয়েছে, ওই সমাজকর্মী ও তাঁর এক সহকর্মী মিলে এক ব্যক্তিকে প্রকাশ্যে মারছেন। এই ঘটনার পর, পুলিশ লোন্ধে নামের ওই ব্যক্তিকে আটক করেছে।
অভিযোগ, ২৪ বছরের এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রায় দেড় বছর ধরে সহবাস করে ওই যুবক। এর মধ্যে একবার গর্ভপাতও করাতে বাধ্য হয় ওই তরুণী। দেশাই জানান, ওই যুবকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তবে, যুবক তাঁকে প্রতিবার বিয়ের প্রতিশ্রুতি দেওয়ায় তিনি অভিযোগ দায়ের করেননি।
[embed]https://twitter.com/ANI_news/status/758281434150731776[/embed]
তৃপ্তির দাবি, মেয়েটি তাঁদের কাছে অভিযোগ করেন। এরপর বিষয়টির মীমাংসা করতে তাঁরা অভিযুক্তের পরিবারের কাছে যান। সেখানে লোন্ধের বাবা সাফ জানিয়ে দেন, তাঁরা বিয়ে মেনে নেবেন না। তৃপ্তির দাবি, অভিযুক্তের বাবা উল্টে তরুণীকে কিছু টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার প্রস্তাব দেয়।
এর পরই অভিযুক্তকে প্রকাশ্যে ‘শিক্ষা’ দেওয়ার উদ্যোগ নেন তৃপ্তিরা। যুবককে জনসমক্ষে ধরে মারা হয় এবং পুলিশকে বাধ্য করা হয় অভিযোগ নিতে। কিন্তু, আইনকে নিজের হাতে কেন তুলে নিলেন তিনি। তৃপ্তির সাফ জবাব, যখনই মহিলাদের বিরুদ্ধে হিংসা হবে, তখনই আমি আইন আমার হাতে তুলে নেব।
প্রসঙ্গত, চিরাচরিত নিষেধজ্ঞার প্রথা ভেঙে শনি শিঙ্গনাপুর, কোলহাপুর এবং ত্রিম্বকেশ্বর মন্দিরে মহিলাদের প্রবেশ করিয়ে খবরের শিরোনামে এসেছিলেন এই তৃপ্তি দেশাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement