এক্সপ্লোর
Advertisement
ভর্তি কোয়ারেন্টিন সেন্টার, গ্রামে ঢুকতে বাধা, জঙ্গলে রাত কাটালেন পরিযায়ী শ্রমিক
ভর্তি নিতে অস্বীকার করেছে কোয়ারেন্টিন সেন্টার! গ্রামে ঢুকতেও বাধা দিয়েছেন গ্রামবাসীরা! ২ দিন জঙ্গলে কাটালেন ওড়িশায় ফিরে আসা পরিযায়ী শ্রমিক।
গঞ্জাম: ভর্তি নিতে অস্বীকার করেছে কোয়ারেন্টিন সেন্টার! গ্রামে ঢুকতেও বাধা দিয়েছেন গ্রামবাসীরা! ২ দিন জঙ্গলে কাটালেন ওড়িশায় ফিরে আসা পরিযায়ী শ্রমিক।
ঘটনাটি ওড়িশায় গঞ্জাম জেলার। ওই পরিযায়ী শ্রমিক ট্রেনে করে প্রথমে বালাসোর পৌঁছান। তারপর বাসে করে ভাঙ্গানগর পৌঁছান বারিক নায়ক নামে ওই পরিযায়ী শ্রমিক। এরপর নিজের বসতভিটায় ফিরে আসেন তিনি। কিন্তু গ্রামে ঢুকতে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
ওই শ্রমিকের অভিযোগ, ওই এলাকার মোড়ল ও স্থানীয় প্রশাসন তাঁকে কোয়ারেন্টিন সেন্টারে থাকতে সাহায্য করেনি। তাঁকে ঢুকতে দেওয়া হয়নি গ্রামেও। বাধ্য হয়েই জঙ্গলে ২ রাত্রি কাটাতে হয় তাঁকে।
পরে খবর পেয়ে পুলিশ ওই শ্রমিককে উদ্ধার করে স্থানীয় কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যায় পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement