এক্সপ্লোর
Advertisement
নোট বাতিলে লাভবান চিন, বুলেট ট্রেন অহমিকার বহিঃপ্রকাশ , মোদীর রাজ্যে দাঁড়িয়ে তোপ মনমোহনের
আমদাবাদ: নোট বাতিলের বর্ষপূর্তির আগে ফের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের নিশানায় মোদী সরকার। নোট বাতিল ও জিএসটি-কে দেশের অর্থনীতিতে 'জোড়া আঘাত' বলে অভিহিত করেছেন মনমোহন। একইসঙ্গে বলেছেন, এই 'পর্বতপ্রমাণ ভুল' থেকে কোনও শিক্ষাই নেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। উল্লেখ্য, সংসদে নোট বাতিল নিয়ে বিতর্কে অংশ নিয়ে মনমোহন বলেছিলেন, সরকারের এই পদক্ষেপ 'সংগঠিত লুঠ' বলে অভিহিত করেছিলেন। সেই একই কথার পুনরাবৃত্তি করে মনমোহন বলেছেন, নোটবাতিল 'বেপরোয়া পদক্ষেপ ও ধ্বংসাত্মক নীতি' ছাড়া অন্য কিছু নয়। তিনি বলেছেন, এর জন্য সরকার যে উদ্দেশ্যগুলি ঘোষণা করেছিল, তার কোনওটাই পূরণ হয়নি। জিএসটিও সরকার অযথা তড়িঘড়ি রূপায়ন করে বিপর্যয় ডেকে এনেছে। আগামীকাল বিমুদ্রাকরণের বর্ষপূর্তির দিনটিকে কালা দিবস হিসাবে পালন করবে বিরোধীরা। ৫০০, ১০০০ টাকার বড় অঙ্কের নোট বাতিলের প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্রবিরোধী কর্মসূচির অংশ হিসাবে সুরাতে যেতে পারেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। এরইমধ্যে আহমেদাবাদে গুজরাতে বিধানসভা ভোটের আগে বিশিষ্ট অর্থনীতিবিদ মোদী সরকারের এই নীতির কঠোর সমালোচনায় সরব হলেন।অনুষ্ঠানে যাঁরা ছিলেন তাঁদের অধিকাংশই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের প্রতিনিধিরা। তাঁদের একটা বড় অংশই জিএসটি নিয়ে সমস্যার মুখে পড়েছেন।
পরে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের পূর্বতন ইউপিএ সরকারের প্রধানমন্ত্রীর দাবি, ২০২২-র মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার যে কথা বলছেন, তাও শেষপর্যন্ত ভোটমুখী 'জুমলা' হয়ে দাঁড়াবে। কংগ্রেস আয়োজিত অনুষ্ঠানে ৮৫ বছরের মনমোহন বলেছেন, নোট বাতিল ও জিএসটি ব্যবসায়ী মহলে 'কর সন্ত্রাসের আশঙ্কাকে গভীর' করে তুলেছে।
গুজরাতে ব্যবসায়ী ও বণিকদের সভায় দেশের বর্তমান অর্থনীতির হাল নিয়ে নিজস্ব মতামত জানিয়ে তিনি বলেন, জিএসটিতে যেসব নিয়মকানুন রাখা হয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে তা রাতের দুঃস্বপ্নে পরিণত হয়ে উঠেছে।
কালো টাকা নির্মূল ও করফাঁকির লক্ষ্যে নোট বাতিল কোনও যথার্থ পদক্ষেপ নয় বলেও মন্তব্য করেছেন মনমোহন। তিনি বলেছেন, নোট বাতিল শুধু রাজনৈতিক উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছ।এতে প্রকৃত অপরাধীরা পার পেয়ে গিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর অভিযোগ করেন, নোটবাতিল, জিএসটির জেরে আখেরে লাভবান হয়েছে চিন।২০১৬-১৭ অর্থবর্ষের তুলনায় ২০১৭-১৮ তে চিন থেকে আমদানির পরিমাণ প্রায় ৪৫ হাজার কোটি টাকা বেড়েছে। এর কারণ, মূলত নোট বাতিল ও জিএসটি।
কেন্দ্রের চোখ-ধাঁধানো স্বপ্ন দেখানো আমদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পও মনমোহনের সমালোচনা থেকে ছাড় পায়নি। এটি অহঙ্কার দেখানোর নমুনা বলে কটাক্ষ করেন তিনি।
মনমোহন বলেছেন, এই প্রকল্পে গুজরাত বা দেশের মানুষের কোনও উপকার হবে না। এই প্রকল্পের জন্য নামমাত্র সুদে ৮৮ হাজার কোটি টাকা পাওয়াটা শুনতে সহজ মনে হলেও ওই অর্থ জাপানকে ফেরত দিতে হবে। সরকারের এর পরিবর্তে বর্তমান রেল নেটওয়ার্কের উন্নতি সাধনে জোর দেওয়া উচিত ছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement