Rahul Gandhi : '৫০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা রদ করে দেখাব', সংসদে হুঙ্কার রাহুল গাঁধীর
ABP Ananda LIVE : 'সামাজিক সাম্যতা আর নেই, অর্থনৈতিক সাম্যটাও হারিয়ে গেছে। আমাদের পরবর্তী পদক্ষেপ জাতি জনগণনা। দেশকে দেখিয়ে দেব কাদের আঙ্গুল কেটেছেন আপনারা। দলিত, কৃষক, শ্রমিকদের দেখিয়ে দেব কাদের আঙ্গুল কেটেছেন। ৫০ শতাংশ সংরক্ষণ ব্যবস্থা এখানে রদ করে দেখাব', বললেন রাহুল গাঁধী।
কেউ স্বপ্ন দেখছেন চার দিনে কলকাতা দখল করে নেওয়ার ! কেউ আবার ভারতের বিরুদ্ধে দেশের নাগরিকদের যুদ্ধের প্রশিক্ষণ দিতে চাইছেন ! কিন্তু, যুদ্ধজিগির তোলা সেই বাংলাদেশের কাছেই এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে মায়ানমার সীমান্ত। বাংলাদেশ-মায়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত দখলে নিয়েছে আরাকান আর্মি। সীমান্তবর্তী নাফ নদীর নিয়ন্ত্রণ নিয়েছে তারা। এখন নিজেদের সীমান্তই সুরক্ষিত রাখা নিয়ে চাপে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। বিদ্রোহ-বিধ্বস্ত প্রতিবেশী মায়ানমারে কোণঠাসা জুন্টা সরকার। বাংলাদেশ লাগোয়া মায়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশই আরাকান আর্মির দখলে। রোহিঙ্গা বসবাসকারী রাখাইন প্রদেশ দখল করে নিয়েছে আরাকান আর্মি। ফের রোহিঙ্গা শরণার্থীর ঢল নামার প্রমাদ গুনছে ইউনূস প্রশাসন।