একসঙ্গে লালকেল্লায় সেলফি, তারপরই ইউক্রেনের মোবাইল নিয়ে চম্পট চোরের
নয়াদিল্লি: একেবারে রাজধানীর হাই-সিকিউরিটি জোন থেকেই ভিভিআইপি-র ফোন কেপমারি!
খবরে প্রকাশ, শুক্রবার লালকেল্লা দর্শনে গিয়েছিলেন ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পলিখা। সখের ফটোগ্রাফার ইগর নিজের মোবাইল ফোনে একের পর এক ছবি তুলতে থাকেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর সঙ্গে আলাপ জমায়।
ইগর তাকে নিয়ে সেলফি-ও তোলেন। অভিযোগ, এরপর আচমকাই চোখের নিমেশে ইগরের হাত থেকে ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। ছিনতাইকারীর পিছু ধাওয়া নেন ইগর। কিন্তু, পুরাতন দিল্লির অলি-গলি দিয়ে ফস্কে যায় ছিনতাইবাজ।
এরপরই, দিল্লি পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন ইগর। রাষ্ট্রদূত বলে কথা। সঙ্গে সঙ্গে খবর পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও। পুলিশ তড়িঘড়ি তদন্তে নামে। যদিও এখনও তার খোঁজ মেলেনি। মোবাইল-চোরকে ধরতে ক্রাইম ব্রাঞ্চ ও এটিএস-এর সাহায্য নেওয়া হচ্ছে।
এই ঘটনা রাষ্ট্রদূতের সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের জন্য বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।