এক্সপ্লোর
উত্তর প্রদেশে হোলিকা দহনের কাঠকুটোয় ঢুকেছিলেন মানসিক বিকারগ্রস্ত মহিলা, আগুনে পুড়ে মৃত্যু

কানপুর: উত্তর প্রদেশের কানপুরে হোলিকার আগুনে পুড়ে মানসিক রোগগ্রস্ত এক যুবতীর মর্মান্তিক মৃত্যু হল। জানা গিয়েছে, হোলিকা দহনের জন্য জড়ো করা কাঠকুটোয় ঢুকে পড়েন তিনি। তা খেয়াল না করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে গুলাউটি গ্রামে। মৃত মহিলার নাম সীমা দেবী। হোলিকা দহনের ২ দিন পর স্থানীয় মানুষ যখন সেখান থেকে ছাই সংগ্রহ করছিলেন তখনই ভেতর থেকে উদ্ধার হয় তাঁর পোড়া দেহ। তাঁর দেহ ময়না তদন্তে পাঠানো হয়ে জানা যায়, আগুনের ধোঁয়ায় দম আটকে মৃত্যু হয় তাঁর। পুলিশ মনে করছে, ৩৫ বছরের সীমা মানসিক রোগের কারণে হোলিকার কাঠকুটোর মধ্যে লুকিয়ে পড়েছিলেন। তারপর সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেননি। এতে সন্দেহজনক কিছু নেই বলে মনে করছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















