এক্সপ্লোর
Advertisement
গরিবদের জন্য ধনী মুসলিমদের হজে ভরতুকি ছেড়ে দিতে আবেদন উত্তরপ্রদেশের মন্ত্রী মহসিনের
লখনউ: সম্পন্ন, ধনী মুসলিমদের হজ ভরতুকি ছেড়ে দেওয়ার আবেদন জানালেন উত্তরপ্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মহসিন রাজা। তাঁর বক্তব্য, ধনীদের একবারের বেশি হজে যাওয়ার আর্থিক সামর্থ্য আছে, কিন্তু গরিবরা জীবনে একবার হজে তীর্থ করতে যেতেই কঠিন সমস্যায় পড়েন। গরিবদেরই হজে যাওয়ার জন্য ভরতুকি পাওয়া উচিত, সম্পন্নদের নয়। আমি ধনী মুসলিমদের অনুরোধ করছি, যদি তাঁরা ভরতুকি ছেড়ে দিন, তাহলে গরিব, যাঁদের হজযাত্রার সুযোগ পাওয়ার কথা, তাঁরা তীর্থযাত্রায় যেতে পারবেন।
প্রসঙ্গত, হজগামী মুসলিমদের ভরতুকি বাবদ সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ায় কম ভাড়ায় যাত্রার সুবিধা দেয় কেন্দ্র। প্রতিটি রাজ্যের এ ক্ষেত্রে বিমানের আসনে কোটা থাকে। উত্তরপ্রদেশের কোটা ৮ হাজার বাড়িয়ে বর্তমানে ২৯ হাজার আসন করা হয়েছে।
মহসিন বলেন, যিনি কোটিপতি, তাঁর ভরতুকি চাওয়া উচিত নয়, বরং তা ছেড়ে দেওয়াই উচিত যাতে আরেক নিষ্ঠাবান ভক্ত সুযোগ পান। এতে তিনি দ্বিগুণ স্বর্গীয় আশীর্বাদ পাবেন। আমরা এই সংক্রান্ত নিয়ম খতিয়ে দেখছি, সিদ্ধান্ত নেওয়া হবে শীঘ্রই।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে অনেকেই গরিবদের সুবিধা হবে বলে রান্নার গ্যাসে ভরতুকি ছেড়ে দিয়েছেন বলেও জানান প্রাক্তন রঞ্জি ক্রিকেটার তথা বিজেপি মুখপাত্র রাজা। একই ভাবে ধনী মুসলিমদের হজ ভরতুকি ছেড়ে দিতে আহ্বান জানানো হচ্ছে বলে জানান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement