এক্সপ্লোর
Advertisement
বিদ্রুপে উত্যক্ত তরুণ খুন করল মায়ের প্রেমিককে
নয়াদিল্লি: বিদ্রুপে উত্যক্ত হতে হতে মানুষ কতটা মানসিকভাবে বিপর্যস্ত হয়, সেটা সাম্প্রতিকতম একটি ঘটনা থেকে পরিস্কার। লোকের থেকে কথা শুনতে শুনতে ক্লান্ত তরুণ মায়ের প্রেমিককেই খুন করে বসল। তারপর তাকে মথুরা থেকে গ্রেফতার করল পুলিশ। এই হত্যার ঘটনার সঙ্গে এক নাবালকের যুক্ত থাকার অভিযোগও পাওয়া গিয়েছে।
গত ২২ জুলাই, উত্তর-পূর্ব দিল্লির ভজনপুরা এলাকার একটি বাড়ি থেকে দুর্গন্ধ আসার অভিযোগ জানায় এলাকার বাসিন্দারা। তারপরই এলাকায় গিয়ে মদন মোহন নামে এক ব্যক্তির বাড়িতে যায় পুলিশ। সেখান থেকে ৬১ বছর বয়সি মদন মোহনের বাক্সবন্দি দেহ উদ্ধার করে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই ব্যক্তির বাড়ির সামনে দুই তরুণকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। তারমধ্যে একজন মদন মোহনের বাড়ির পরিচারিকার একুশ বছরের ছেলে প্রেমনাথ ভরদ্বাজ। তারপরই পুলিশ তাকে খুঁজে বের করে মথুরা থেকে। পুলিশ জানতে পারে এক নাবালকের সঙ্গে মিলে মদন মোহনের গলায় ফাঁস দিয়ে তাঁকে হত্যা করে দুই অপরিণত বয়স্ক ছেলে। যে স্টোল জড়িয়ে মদন মোহনকে হত্যা করা হয়, সেটাও উদ্ধার করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement