এক্সপ্লোর
প্রয়াত প্রবীণ কংগ্রেস নেতা জ্ঞান সিংহ সোহনপাল

কলকাতা: প্রয়াত কংগ্রেসের প্রাক্তন বিধায়ক জ্ঞানসিংহ সোহনপাল। বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে কয়েকদিন ধরে ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। আজ দুপুরে প্রয়াত হন প্রবীণ এই কংগ্রেস নেতা। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কংগ্রেসের ৯ বারের বিধায়ক ছিলেন জ্ঞানসিংহ সোহনপাল। তাঁর মৃত্যুতে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে ‘চাচা’ নামেই সমধিক পরিচিত ছিলেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















