‘উড়ন্ত ঈগলের’ পায়ে বাধা খাঁচায় করে বিয়ের আসরে হাজির বর-কনে, ভিডিও ভাইরাল
নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও দারুন ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বর ও কনে একসঙ্গে বিয়ের আসরে উপস্থিত হচ্ছেন।
তবে, সেই হাজির হওয়াটা যেমন-তেমন নয়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দৈত্যকায় ‘উড়ন্ত’ ধাতব ঈগল পাখির পায়ের সঙ্গে বাঁধা একটি খাঁচার মধ্যে রয়েছেন দম্পতি। ধীরে ধীরে ঈগলটি বিয়ের আসরে অবতরণ করল।
এমন অভিনব এন্ট্রান্সের ভিডিও টুইটারে পোস্ট করেছে ‘হারামি পারিন্দে’। সেখানে ছবির নীচে ক্যাপশনে জনপ্রিয় কমিক চরিত্র ‘সুপারম্যান’-এর গল্পের বিখ্যাত লাইনকে ধার নিয়ে বলা হয়েছে, ‘এটা পাখি, এটা বিমান, এটা পাত্র-পাত্রী। ভারতীয় বিবাহগুলি এবার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে।’
https://twitter.com/HaramiParindey/status/1017749814380060672ভিডিওতে দেখা যাচ্ছে, বর-কনে যখন আসছিল, তখন নেপথ্যে একসময়ের জনপ্রিয় বলিউড গান ‘বাহারোঁ ফুল বরসাও...’ বাজছিল। পাশাপাশি, আতসবাজির ঝলকানিও দেখা গিয়েছে।
ভিডিওটি দেখে টুইটারাইট-রা কেমন প্রতিক্রিয়া দিলেন দেখুন—
https://twitter.com/swatic12/status/1017818988326412288 https://twitter.com/moronhumor/status/1017838717803880449 https://twitter.com/krishiyengar/status/1017961292961681408 https://twitter.com/Tithi_Mishra/status/1017972121446674432