এক্সপ্লোর
ভিডিও: অদ্ভূত ঘটনা, গাড়িতে ধাক্কা মেরে জখম ঘোড়া

জয়পুর: রাজস্থানের জয়পুরে এক আশ্চর্য ও দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল। গাড়িতে ধাক্কা মেরে জখম হল একটি ঘোড়া। জয়পুর ক্লাবের কাছে গত রবিবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটেছে। জানা গেছে, রাস্তায় ছুটতে ছুটতে হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে ভেতরে ঢুকে যায় ঘোড়াটি। ঘোড়াটিকে এই অবস্থায় দেখে ছুটে আসেন স্থানীয়রা। তারাই ঘোড়াটিকে উদ্ধার করেন। গাড়ির চালক ও ঘোড়া-উভয়ের সামান্য চোট লেগেছে। পুলিশ আধিকারিকদের অনুমান, অত্যধিক গরমের কারণে ঘোড়াটি ক্ষিপ্ত হয়ে উঠেছিল। জানা গেছে, গাড়িটির মালিক পঙ্কজ জোশী। তিনি নিজেই তখন চালকের আসনে ছিলেন। জোশী বলেছেন, সবে মাত্র গাড়িটা স্টার্ট দিয়েছি। আচমকাই কাঁচ ভাঙার এক শব্দ পেলাম। সঙ্গে সঙ্গেই দেখলাম, গাড়িতে আটকে গেছি আর একটা ঘোড়া আমার পাশের সিটে।
#WATCH Horse broke into a car's windshield after collision between the two. Horse and car driver suffered injuries #Jaipur (04 June) pic.twitter.com/YxN2CBFw4s
— ANI (@ANI_news) June 5, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















