এক্সপ্লোর
Advertisement
ঘুরে বেড়াচ্ছে মৃতের আত্মা, তাড়াতে হাসপাতালে ড্রাম বাজিয়ে যাগ-যজ্ঞ!
জয়পুর: কুসংস্কারের হাত থেকে রেহাই পেল না হাসপাতালও। রাজস্থানের ভিলওয়াড়া জেলার মহাত্মা গাঁধী হাসপাতালে টানা তিন ঘণ্টা ধরে চলল যাগ-যজ্ঞ। বাদ্য বাজানোও চলল। কারণটা আর কিছুই নয়, ওই হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর আত্মাকে তাড়ানোর জন্যই এই তন্ত্র-মন্ত্রের আয়োজন করেছিলেন আত্মীয়রা।
ওই হাসপাতালের প্রধান মেডিক্যাল অফিসার কে সি পানওয়ার জানিয়েছেন, ‘গ্রামবাসীদের ধারণা, তাঁদের মৃত আত্মীয়র আত্মা হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। সেই আত্মাকে শান্তি না দিতে পারলে পরিবারের কেউ শান্তিতে থাকতে পারবেন না। সেই কারণেই তাঁরা এই তন্ত্র-মন্ত্রের আয়োজন করেন। হাসপাতালের মধ্যে যাতে ভবিষ্যতে এই ধরনের কার্যকলাপ না হয়, সে বিষয়ে নির্দেশিকা জারি করব আমরা।’
এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার রাজস্থানের সরকারি হাসপাতালে কুসংস্কারের বশবর্তী হয়ে যাগ-যজ্ঞের ঘটনা দেখা গেল। গত সপ্তাহে কোটা শহরের সরকারি হাসপাতালে এক মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তোলার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। একটি মোরগ বলি দেওয়া হয়, লেবু পেষাই করা হয়। সঙ্গে প্রথা অনুযায়ী অন্যান্য কার্যকলাপ তো ছিলই। হাসপাতালের চিকিৎসাকর্মীদের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে। তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement