যুবরাজের বিয়েতে একসঙ্গে দেখা যাবে বিরাট-অনুষ্কাকে?
চণ্ডীগড়: আগামী বুধবার ভারতীয় ক্রিকেটার ও অভিনেত্রী-মডেল হেজেল কীচের বিয়েতে একসঙ্গে দেখা যাবে বিরাট-অনুষ্কাকে? এমনই জল্পনা।
ক্রিকেটারের ঘনিষ্ঠ এক সূত্রকে উদ্ধৃত করে একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বিরাট হলেন যুবরাজের ঘনিষ্ঠ বন্ধু। ফলে, আগামী ৩০ তারিখ তাঁর থাকার সম্ভাবনা প্রবল। আর অনুষ্কাও থাকবেন বলে জানিয়েছেন ওই সূত্র। তিনি বলেন, যুবির অতিথি তালিকায় রয়েছেন অনুষ্কা।
প্রসঙ্গত, সাময়িক ‘দূরত্বের’ পর ফের একসঙ্গে দেখা যাচ্ছে বিরাট ও অনুষ্কাকে। বর্তমানে ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে মোহালিতে খেলতে ব্যস্ত। তাঁর সঙ্গে সময় কাটানোর জন্য ফ্লাইটে করে চণ্ডীগড়ে চলে এসেছেন অনুষ্কা।
শুধু তাই নয়। অনুষ্কাকে আনতে নিজেই বিমানবন্দরে চলে যান বিরাট বলে খবর। একসঙ্গে বিরাট ও অনুষ্কাকে দেখে বিমানবন্দরে যাত্রীদের মধ্যে প্রায় হুড়োহুড়ি বেঁধে যাওয়ার জোগাড়।
যুবরাজের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার চণ্ডীগড়ের হোটেল ললিতে মেহন্দি ও প্রথম রিসেপশন অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবে ভারত ও ইংল্যান্ডের টিম।
আরও জানা গিয়েছে, যদি মোহালির ম্যাচ নির্ধারিত সময়ে (পঞ্চম দিনে) আগামী বুধবার শেষ হয়, তাহলে শুধু বিরাট নন, গোটা ভারতীয় দলই যুবির বিয়েতে উপস্থিত হবে। সেক্ষেত্রে, হোটেল ললিতে ভারতীয় দলের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করবেন যুবরাজ।
এরপর, আগামী ৫ ডিসেম্বর দিল্লির ছত্তরপুরের কাছে একটি ফার্মহাউসে যুবরাজ ও হেজেলের সঙ্গীত অনুষ্ঠান হবে। সূত্রের খবর, সেদিন গোটা অনুষ্ঠানটি পরিচালন করবেন বলিউডের বিখ্যাত নৃত্য নির্দেশক ও পরিচালক ফারাহ খান।
এর দুদিন পর আগামী ৭ ডিসেম্বর দিল্লির অভিজাত আইটিসি মৌর্য হোটেলে বড় পার্টি দেওয়া হবে। সেখানে রাজনীতি, ক্রীড়ামহল থেকে শুরু করে বলিউডের তারকা-নক্ষত্ররা সকলেই উপস্থিত থাকবেন।