এক্সপ্লোর
প্রি-পেড গ্রাহকদের জন্য ভোডাফোন নিয়ে এল ফ্লেক্স প্ল্যান

নয়াদিল্লি: মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা ভোডাফোন ইন্ডিয়া তাদের প্রিপেড গ্রাহকদের জন্য নিয়ে এল নয়া প্ল্যান। এর নাম ভোডাফোন ফ্লেক্স। এর মাধ্যমে গ্রাহকদের ইন্টারেনট, রোমিং, ভয়েস কল, এসএমএসের জন্য আলাদা আলাদা রিচার্জ করার প্রয়োজন পড়বে না। একই রিচার্জে এই বিভিন্ন সুবিধাগুলি পাবেন গ্রাহকরা। এই ফ্লেক্স রিচার্জ প্ল্যানের আওতায় একটি নির্দিষ্ট অঙ্কের রিচার্জ করলে নির্দিষ্ট পরিমাণ টকটাইম, ডেটা বা অন্যান্য সুবিধা পাবেন গ্রাহকরা। বিভিন্ন ধরনের গ্রাহক রয়েছেন, যাঁদের কেউ ইন্টারনেট ব্যবহার করেন না বা খুব কম করেন। আবার কেউ প্রচুর পরিমাণ ইন্টারনেট ব্যবহার করেন বা কথা বলেন। এই সব ধরনের গ্রাহকরা তাঁদের প্রয়োজন বা পছন্দ অনুযায়ী একই রিচার্জে বিভিন্ন পরিষেবার সুযোগ পাবেন। এই রিচার্জের ভ্যালিডিটি থাকবে ২৮ দিন। এই ফ্লেক্স প্ল্যানের শুরু হচ্ছে ১১৭ টাকা থেকে। ফ্লেক্স হল একটা ইউনিট। ১১৭ টাকার প্ল্যানে রয়েছে ৩২৫ ফ্লেক্স। এর মাধ্যমে ১ এমবি (২জি, ৩জি ও ৪জি) ডেটা ব্যবহারের ক্ষেত্রে এক ফ্লেক্স করে কাটা যাবে। একইভাবে এসএমএস, রোমিংয়ে এক মিনিট ইনকামিং কলের জন্য ১ ফ্লেক্স কাটা যাবে। কিছু পরিষেবা, যেমন, আউট গোয়িং লোকাল বা এসটিডি কল এবং রোমিংয়ে আউট গোয়িং কল (প্রতি মিনিট)-এ ২ ফ্লেক্স করে কাটা যাবে। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট ফ্লেক্স কাটা যাবে। ১১৭ টাকা থেকে ৩৯৫ টাকা পর্যন্ত ফ্লেক্স প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন। গ্রাহকরা পছন্দ অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন। অবশ্য বিভিন্ন সার্কেল অনুযায়ী, এই প্ল্যানের বদল ঘটবে। ভোডাফোনের কমার্শিয়াল ডিরেক্টর সন্দীপ কাটারিয়া বলেছেন, তাঁদের গ্রাহকদের ৯০ শতাংশই প্রি-পেড গ্রাহক। গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনের কথা মাথায় রেখেই এই ফ্লেক্স প্ল্যান আনা হয়েছে। এতে তাঁরা রিচার্জ থেকে প্রাপ্ত ফ্লেক্স পছন্দ অনুযায়ী পরিষেবায় ব্যবহার করতে পারবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















