এক্সপ্লোর
'লাভ মি লাইক ইউ ডু'-র ছন্দে ধ্রুপদী নৃত্যে অনবদ্য তিন কন্যা

নয়াদিল্লি: এলি গোল্ডিং-এর 'লাভ মি লাইক ইউ ডু' গানটি হয়তো অনেকেরই অচেনা। অসাধারণ গানটি এমনতিতেই হৃদয় ছুঁয়ে যায়। এই গানের সঙ্গে এবার অনবদ্য পারফর্ম্যান্স তিন কন্যার। পিয়াহ ডান্স কোম্পানির প্রয়াসে প্রিয়া বরুণেশ কুমার, প্রমিতা মুখোপাধ্যায়, সন্ধ্যা মুরলীধরণ এই গানের সঙ্গে ধ্রুপদী আঙ্গিকে ফুটিয়ে তুলেছেন নৃত্যশৈলী। এরকম একটি গানের সঙ্গে এধরনের পারফর্ম্যান্সে খুশি এলি গোল্ডিংও। দেখুন তিনকন্যার অনবদ্য নাচ...
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















