এক্সপ্লোর
মুম্বইয়ের ফ্ল্যাটে বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার পাহারাদার

মুম্বই: আন্ধেরির অভিজাত ফ্ল্যাটে এক বৃদ্ধাকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল ওই আবাসনের ২০ বছরের পাহারাদারকে। বৃদ্ধার পেটে ২ বার ছুরি মারা হয়েছে, তাঁরা সারা শরীরে কামড়ের দাগ। স্থানীয় কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। অভিযুক্তের নাম রাজা শেবু, পশ্চিমবঙ্গের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে সে যখন ডিউটিতে ছিল, তখন ওই মহিলা কেবল অপারেটরকে খবর দেন। নিয়মমত কেবল অপারেটর প্রথমে কথা বলেন নীচে পাহারাদারের কাছে। তখন তাঁর সঙ্গে উঠে আসে রাজা শেবু, কেবল অপারেটর চলে গেলেও বৃদ্ধার ফ্ল্যাটে ঢুকে তাঁর সঙ্গে কথা বলতে থাকে সে। মহিলার ফোন নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন। তখন সে তাঁর গায়ে আপত্তিকরভাবে হাত দেয় বলে অভিযোগ। মহিলা তাকে বেরিয়ে যেতে বলেন। তখনই শেবু তাঁর ওপর হামলা চালিয়ে মেঝেয় ঠেলে ফেলে দেয়। তাঁকে মারধর করতে করতে ধর্ষণের চেষ্টা করে। তাকে আটকাতে মহিলা একটি ছুরি তুলে নেন। তখন সেটি দিয়েই তাঁর পেটে বারবার আঘাত করে সে। মহিলার পঙ্গু মা চেঁচামেচি শুরু করলে সে তাঁর শ্বাসরোধের চেষ্টা করে বলে অভিযোগ। ২ মহিলার চিৎকারে আবাসনের অন্য বাসিন্দারা ছুটে আসেন। ছুটে পালায় শেবু। বহুতল থেকে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন বাসিন্দারা। মারধর করে তুলে দেন পুলিশের হাতে। জানা গিয়েছে, স্থায়ী পাহারাদার ছুটি নেওয়ায় সাময়িক ভিত্তিতে কাজে লাগানো হয় অভিযুক্তকে। তার পুলিশ ভেরিফিকেশন হয়নি। ভাষা ও আচরণ খারাপ হওয়ায় তাকে কেউ পছন্দ করতেন না। ঘটনার সময় সে নেশা করেছিল বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















