এক্সপ্লোর
Advertisement
ফ্ল্যাট-নির্মাতা সংস্থার প্রতিশ্রুতিভঙ্গ, ধোনিকে ট্যাগ করে টুইটারে প্রচার বাসিন্দাদের
নয়াদিল্লি: আম্রপালি বিল্ডার্সের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগে সরব হয়েছেন একটি হাউজিং সোসাইটির বাসিন্দারা। তাঁরা ওই রিয়েলটি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের অধিনায়ক ধোনির কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন। সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ ছাড়ার জন্য তাঁরা ধোনির কাছে আর্জি জানান। ধোনি এ বিষয়ে বলেছেন, আম্রপালি বিল্ডার্সের প্রতিশ্রুতি পূরণ করা উচিত।
এর পরিপ্রেক্ষিতে আম্রপালি তাদের প্রকল্পের বকেয়া কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।
জানা গেছে, ২০০৯-এ নয়ডার সেক্টর ৪৫-এ 'স্যাফায়ার' প্রকল্পের কাজ শুরু হয়। সেখানে ইতিমধ্যেই প্রায় ১ হাজার ফ্ল্যাটে এসেছেন ৮০০ পরিবার। কিন্তু বহু বিল্ডিংয়ের ইলেকট্রিক ও সংস্কারের বিভিন্ন কাজ এখনও বকেয়াই রয়ে গিয়েছে বলে বাসিন্দাদের দাবি। এই অভিযোগে এখানকার বাসিন্দারা টুইটারে ধোনিকে ট্যাগ করে ‘হ্যাশট্যাগ আম্রপালি মিউইউজ ধোনি’ (#amrapalimisusedhoni) প্রচার শুরু করেন। ধোনিকে ট্যাগ করে ওই হাউজিংয়ের বহু বাসিন্দাই ভারতীয় দলের অধিনায়ককে আম্রপালি বিল্ডার্সের সঙ্গে সম্পর্ক ছাড়ার আর্জি জানান। আবার অনেকেই বকেয়া প্রতিশ্রুতি পূরণে কোম্পানির ওপর চাপ দেওয়ার অনুরোধও ধোনিকে জানান অনেকে।
এ ব্যাপারে ধোনির প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা পূরণ করা উচিত কোম্পানির। তিনি এ ব্যাপারে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মাহি।
অন্যদিকে, আম্রপালি বিল্ডার্সের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিষয়টি ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো হচ্ছে। হাউজিংয়ের বাসিন্দাদের জন্য মৌলিক পরিষেবাগুলি নিয়ে কাজ চলছে এবং আগামী তিনমাসের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে। ওই সময়ের মধ্যে রেজিস্ট্রির কাজও শেষ হয়ে যাবে বলেও জানানো হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে ধোনিকে ব্যবহার করে টুইটার-প্রচার বন্ধ করার জন্যও বাসিন্দাদের কাছে আর্জি জানানো হয়েছে। যদিও বাসিন্দারা জানিয়েছেন, সমস্ত কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাঁরা এই প্রচার চালিয়ে যাবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement