অখিলেশ দলের ক্ষমতা মুলায়মকে ফিরিয়ে না দিলে নতুন দল গঠন: শিবপাল
![অখিলেশ দলের ক্ষমতা মুলায়মকে ফিরিয়ে না দিলে নতুন দল গঠন: শিবপাল Will Form New Front If Akhilesh Doesnt Hand Party Reins To Mulayam Shivpal অখিলেশ দলের ক্ষমতা মুলায়মকে ফিরিয়ে না দিলে নতুন দল গঠন: শিবপাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/03/11190317/shivpal-1-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
এটাওয়া: ফের উত্তরপ্রদেশের যাদব-পরিবারে অন্তর্কলহের ভ্রুকুটি।
সমাজবাদী পার্টির প্রবীণ নেতা শিবপাল যাদব বুধবার হুমকি দিয়ে জানিয়েছেন, অখিলেশ যদি তাঁর বাবা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবের হাতে দলের ক্ষমতা সঁপে না দেন, তাহলে নতুন ‘ধর্মনিরপেক্ষ’ দল গঠন করা হবে।
এদিন শিবপাল সাংবাদিকদের বলেন, অখিলেশ কথা দিয়েছিলেন দলের শাসনভার ‘নেতাজি’র (মুলায়ম) হাতে তুলে দেবেন। সেটাই ওর করা উচিত। তাহলে, দলকে ফের একবার শক্তিশালী করা সম্ভব হবে।
শিবপাল জানান, তিনি অখিলেশকে (ক্ষমতা হস্তান্তরের জন্য) তিনমাস সময় দিয়েছেন। বলেন, এর মধ্যে অখিলেশ তাঁর বাবার হাতে দলের ক্ষমতা তুলে না দিলে, আমি নতুন ধর্মনিরপেক্ষ দল গঠন করব। তিনি যোগ করেন, শীঘ্রই সকল ‘সমাজবাদী’-কে ঐকবদ্ধ করতে তিনি একটি কর্মসূচি শুরু করবেন।
গত বিধানসভা নির্বাচনের আগে, শিবপাল ও তাঁর ভ্রাতুষ্পুত্র তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের মধ্যে তীব্র ক্ষমতা-দখলের লড়াই শুরু হয়। অখিলেশের নেতৃত্বে নির্বাচনে লড়ে বিপর্যয়ের সম্মুখীন হতে হয় সমাজবাদী পার্টিকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)