এক্সপ্লোর
Advertisement
সপ্তাহান্তে শাটডাউন, নৈশ কার্ফু, ১৭ দিন বাড়ির ভিতরে থাকবে ওড়িষাবাসী, কী বললেন নবীন পট্টনায়ক
১১টি জেলায় সপ্তাহান্তের দিন বন্ধ থাকবে সমস্ত দোকান-বাজার, সন্ধ্যে ৭টা থেকে ভোর ৫টা অবধি জারি থাকবে কার্ফু, ঘোষণা ওড়িশা সরকারের।
ওড়িশা: ১১টি জেলায় সপ্তাহান্তের দিন বন্ধ থাকবে সমস্ত দোকান-বাজার, সন্ধ্যে ৭টা থেকে ভোর ৫টা অবধি জারি থাকবে কার্ফু, ঘোষণা ওড়িশা সরকারের। কেন এমন অভিনব সিদ্ধান্ত? মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানালেন, এর ফলে মোট ১৭ দিন বাড়ির ভিতরে থাকবে মানুষ। ফলে কমবে কোভিড সংক্রমণ, বাড়বে সামাজিক দূরত্ব।
রাজ্যের উদ্দেশে ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের ১১টা জেলায় জুনের সব শনিবার আর রবিবার শাটডাউনের ঘোষণা করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষ বাড়ির বাইরে বেরোবেন না। ফলে জুন মাসে পুরো ৮টা দিন মানুষ সম্পূর্ণ ঘরবন্দি থাকবেন।'
এছাড়াও রাজ্যে ১০ ঘণ্টার নৈশ কার্ফুর যুক্তি দিয়েছেন নবীন পট্টনায়ক। তিনি বলেন, 'রোজ দশ ঘণ্টার নৈশ কার্ফুর (সন্ধ্যে ৭টা থেকে ভোর ৫টা) কারণেই সাধারণ মানুষ ঘরবন্দি থাকবেন। এর ফলে ৩০০ ঘণ্টা কেউ বাড়ির বাইরে বেরোবেন না। এই দু’টি ব্যাপার যোগ করলে দেখা যাবে যে জুনে মোট ১৭টা দিন মানুষ থাকবেন ঘরবন্দি। এর ফলে কোভিড ভাইরাসের ছড়িয়ে পড়া কিছুটা হলেও আটকানো যাবে বলে মনে করা হচ্ছে।'
উল্লেখ্য যে, রাজ্যের ১১টি জেলায় এই নৈশ কার্ফু ঘোষণা করে ওড়িশা সরকার। এই ১১টা জেলার মধ্যে তিন জেলা – খুর্দা, গঞ্জাম আর কেন্দ্রপড়াতেই মোট করোনারোগীর ৭৫ শতাংশ রয়েছে। রাজ্যের দাবি, অভিবাসী শ্রমিকরা ফিরে আসায় করোনারোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। যদিও ওড়িশায় সুস্থতার হার ৫০ শতাংশের বেশি, বলছে সরকার। মুখ্যমন্ত্রীর আশা, সপ্তাহান্তের এই শাটডাউনের মধ্যে দিয়ে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সাফল্য পাবে ওড়িশা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement