এক্সপ্লোর
Advertisement
নিজের অভিনয়-নাচ বাদে আর কিছু নিয়েই ট্যুইট নয়, ঘোষণা হেমার
মুম্বই: মনোভাবটা যেন অনেক হয়েছে আর নয়!
অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী সাফ জানিয়ে দিয়েছেন, এবার থেকে ট্যুইটারে তিনি কেবলমাত্র নিজের ছবি ও নাচ-সংক্রান্ত খবরাখবর দেবেন।
সম্প্রতি, সাম্প্রদায়িক সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে মথুরা। নিহত হন শহরের পুলিশ সুপার এবং একজন স্টেশন হাউস অফিসার। এসবের মধ্যেই নিজের ছবি ‘এক থি রানী’-র শ্যুটিংয়ের ছবি ট্যুইটারে পোস্ট করেন মথুরার সাংসদ হেমা।
এই নিয়ে তাঁকে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়। তাঁর এহেন পদক্ষেপে দলও যে অসন্তুষ্ট, তা বুঝে পরে অবশ্য পোস্ট মুছে দুঃখপ্রকাশ করেন তিনি। ঘটনাস্থল পরিদর্শনেও যান।
তাই, এবার আগে থেকেই সতর্ক ৬৫ বছরের হেমা। মাইক্রো ব্লগিং সাইটে তিনি বলেন, অনেক ভাবনাচিন্তা করার পর সিদ্ধান্ত নিয়েছি, আগামীদিনে শুধুমাত্র নিজের ছবি ও নাচের বিষযয় নিয়েই ট্যুইট করব।
হেমা আরও বলেন, আমি একজন শিল্পী। আর সারাজীবন সেটাই থাকব। আমি এই ট্যুইটার আমার ভক্তদের জন্য চালু করেছিলাম। সেরকমই থাকবে। ট্যুইটারে রাজনীতি বাদে আমার অন্যান্য কর্মকাণ্ডের খবরাখবর দেব। তাঁর মতে, তাঁর রাজনৈতিক জীবন নিয়ে খবর করার জন্য সংবাদমাধ্যম তো রয়েইছে।
তিনি জানান, নিজের কেন্দ্র তিনি আন্তরিকতার সঙ্গেই কাজ করেছেন। কারও সেখানে কিছু বলার নেই। হেমা বলেন, সাংসদ হিসেবে আমি আমার কেন্দ্রের জন্য আন্তরিকভাবেই কাজ করে চলেছি। ভবিষ্যতেও করতে থাকব। সেখানে কারও বলাতে কিছু যায় আসে না। আমার বিবেক স্বচ্ছ।
এরপরই হেমা নিজের আসন্ন ছবি নিয়ে লেখেন। তিনি জানান, রাজকুমার রাও-এর সঙ্গে আসন্ন হিন্দি ছবি ‘শিমলা মির্চ’ নিয়ে তিনি ভীষণই আশাবাদী। অভিনেত্রী জানান, ছবিটি মুক্তির অপেক্ষায়। বস্তুত, ছবিটির নির্দেশনা করেছেন রমেশ সিপ্পি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement