এক্সপ্লোর
Advertisement
ব্যাঙ্কে টাকা তোলার লাইনে কন্যা সন্তান প্রসব মহিলার
কানপুর: ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে সন্তান প্রসব করলেন উত্তরপ্রদেশের কানপুরের এক মহিলা। মা, সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
নোট বাতিলের সিদ্ধান্তের জেরে সর্বত্রই নগদ টাকার আকাল। অ্যাকাউন্টে টাকা থাকলেও তা প্রয়োজন মতো তুলতে পারছেন না মানুষ। দীর্ঘ লাইন ব্যাঙ্ক এটিএমগুলিতে। এই পরিস্থিতিতে টাকা তুলতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের স্থানীয় শাখায় গিয়েছিলেন বছর ৩০-এর সর্বেশাও। সঙ্গে ছিলেন তাঁর শাশুড়ি। গত সেপ্টেম্বরেই স্বামীকে হারিয়েছেন সর্বেশা। দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। স্বামীর মৃত্যুর জন্য কিছু টাকা ক্ষতিপূরণ পেয়েছিলেন তিনি। তারই কিছুটা তুলতে ব্যাঙ্কে যান সর্বেশা। টাকা তোলার লাইনে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকাকালীনই প্রসব যন্ত্রণা ওঠে তাঁর। ব্যাঙ্কের ভিতরেই কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অ্যাম্বুলেন্স ডাকা হলেও সময় মতো এসে পৌঁছয়নি তা। দ্রুত পুলিশের গাড়িতেই মা ও সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
জানা গিয়েছে, দুদিন ধরে টাকা তোলার লাইনে দাঁড়িয়ে ছিলেন সর্বেশা। প্রথম দিন টাকা তুলতে পারেননি। খালি হাতে ফিরতে হয় তাঁকে। তাই শুক্রবার সকাল সকাল এসে লাইন দেন। বিকেল ৪ টে নাগাদও টাকা তুলতে পারেননি তিনি। অতক্ষণ টানা লাইনে দাঁড়ানোয় অসুস্থ বোধ করেন তিনি। প্রসব যন্ত্রণা ওঠে।
সর্বেশার শাশুড়ি শশী জানিয়েছেন, সর্বেশার শরীর একটু দুর্বল রয়েছে। তবে সুস্থ রয়েছে তাঁর সন্তান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement