এক্সপ্লোর
Advertisement
ডেটিং ওয়েবসাইটে ভুয়ো প্রোফাইল খুলে টাকা আদায়, গ্রেফতার তরুণী
হায়দরাবাদ: ডেটিং ওয়েবসাইটে চ্যাটিংয়ের পর ব্ল্যকমেল করে টাকা আদায়ের জন্য এক তরুণীকে গ্রেফতার করল পুলিশ। অভিযুক্তের নাম বি রাজেশ্বরী। পুলিশ জানিয়েছে, বিভিন্ন ডেটিং ওয়েবসাইটে ভুয়ো নামে অনেকগুলি ভুয়ো প্রোফাইল তৈরি করেছিল ওই মহিলা। এরপর ডেটিং চ্যাটের নামে প্রতারণা ফাঁদ পেতে শিকার ধরত সে। যাঁরা দাবি মতো টাকা দিতেন না, তাঁদের পরিবারের ফটো ও মোবাইল নম্বর ডেটিং ওয়েবসাইটে আপলোড করে দিত রাজেশ্বরী।
সাইবারাবাদ পুলিশের এক বিবৃতি অনুসারে, এক সফটওয়্যার কর্মীর অভিযোগের ভিত্তিতে রাজেশ্বরীর প্রতারণার কারবার ধরা পড়ে। গত সপ্তাহে সাইবার উইংয়ে দায়ের করা অভিযোগে সফটওয়্যার কর্মী জানান, গত মাসে একটি ডেটিং সাইটে কিউটি (২৭) নামের প্রোফাইলের একটি তরুণীর সঙ্গে চ্যাট করেছিলেন।চ্যাটে ওই তরুণী তাঁকে চারটি সিনেমার টিকিট কাটতে বলেছিলেন। এতে তিনি রাজি হন। টিকিট বুক করে তিনি বুকিং আইডি ওই তরুণীর মোবাইলে বুকিং আইডি পাঠান। এরপর মোবাইল নম্বরের মাধ্যমে ওই সফটওয়্যার কর্মীর নাম জেনে যায় ওই তরুণী। সে ওই সফটওয়্যার কর্মীর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের অ্যাকাউন্ট সার্চ করে সমস্ত পারিবারিক ছবি ডাউনলোড করে।
গত ২৮ অক্টোবর ওই সফটওয়্যার কর্মীকে ফোন করে তরুণী তার অ্যাকাউন্টে ৩,৫০০ টাকা জমা দিতে বলে। কিন্তু ওই দাবি না মানলে সে সফটওয়্যার কর্মীর পারিবারিক ছবি ডেটিং সাইটে আপলোড করা এবং স্ট্যাটাস মেসেজ দেওয়ারও হুমকি দেয়।
সফটওয়্যার কর্মী তখন দাবি মতো সাড়ে তিন হাজার টাকা দিলে ওই তরুণীর দাবি আরও বেড়ে যায়। এবার সে ৫০ হাজার টাকা দাবি করে। সেই দাবি না মানলে সে পারিবারিক ছবি দুটি ডেটিং সাইটে প্রকাশ করে এবং স্ট্যাটাস মেসেজও দেয়।
অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করে এবং রাজেশ্বরীকে গ্রেফতার করে। জেরায় পুলিশ জানতে পেরেছে যে, এভাবে নিরীহদের প্রতারণা করে সহজে অর্থোপার্জনের রাস্তা সে বেছে নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement