এক্সপ্লোর
মেয়ের সম্মানহানি রুখতে স্বামীকে খুন

কাটিহার: মুখ চেপে ধরে ১৪ বছরের মেয়ের সম্মানহানি করতে গিয়েছিল বাবা। স্ত্রী ঘুরো দেবী ও ছেলে সুমন প্রতিবাদ জানালেও শোনেনি সুনীল ঋষি (৪২) নামে ওই ব্যক্তি। শেষপর্যন্ত কোনও উপায় না দেখে কুঠার দিয়ে তাকে কোপ মেরে হত্যা করে মেয়ের সম্মান বাঁচালেন ঘুরো দেবী। খুনের দায়ে তাঁকে অবশ্য গ্রেফতার করা হয়েছে। তবে বাবার হাতে মেয়ের সম্মানহানি রুখতে পেরেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মেয়ের সম্মানহানি করতে যায় সুনীল। মেয়েকে বাঁচাতে তার গলায় ও মুখে কুঠার দিয়ে আঘাত করেন ঘুরো দেবী। সেখানেই মৃত্যু হয় সুনীলের। পরে কাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ঘুরো দেবী। তাঁর মেয়ের বয়ানের ভিত্তিতে খুনের মামলা দায়ের করা হয়েছে। কুঠারটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















