এক্সপ্লোর
চুল কেটে নেওয়ার গুজবে ঝাড়খণ্ডে এক মহিলাকে পিটিয়ে হত্যা

ফাইল ছবি
রাঁচি: ফের গুজবের বশে গণপিটুনি। এবার চুল কেটে নেওয়ার গুজবের শিকার হলেন এক মহিলা। ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার রাধানগর থানা এলাকার মীরনগর গ্রামে চুল কেটে নেওয়ার সঙ্গে যুক্ত সন্দেহে ওই মহিলাকে পিটিয়ে হত্যা করা হল। তাঁর সঙ্গে থাকা আরও তিনজনকে মারধর করা হয়েছে। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ। হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। জনতাকে গুজবে কান না দেওয়া এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, নিহত মহিলার ১৪ বছর বয়সি ছেলের দায়িত্ব নেবে সরকার। সাহিবগঞ্জের পুলিশ সুপার পি মুরুগান বলেছেন, জেলায় সন্দেহজনকভাবে কোনও মহিলার চুল কাটার ঘটনা ঘটেনি। পুরোটাই গুজব। তা সত্ত্বেও এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। নিহত মহিলা ও তাঁর সঙ্গে থাকা তিনজন ব্যক্তি মহিলাদের চুল কেটে নিচ্ছেন বলে সন্দেহ করে তাঁদের আটকে রেখে মারধর শুরু করে উত্তেজিত জনতা। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করার পাশাপাশি শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালাতে হয়। যারা গুজব ছড়াচ্ছে এবং আইন হাতে তুলে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, পূর্ব সিংভূম জেলা পুলিশ বিভিন্ন জায়গায় গ্রাম প্রধান এবং জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে চুল কেটে নেওয়ার গুজবের বিষয়ে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















