এক্সপ্লোর
Advertisement
প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার কোনও খোঁজ নেই, বলছে সুরাত পুলিশ
সুরাত: গুজরাতের প্রাক্তন বিজেপি বিধায়ক জয়ন্তী ভানুশালীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার কোনও খোঁজ নেই। আজ এ কথা জানিয়েছে সুরাত পুলিশ।
২১ বছরের ওই অভিযোগকারিণী সুরাতের বাসিন্দা। ১০ তারিখ পুলিশের কাছে লিখিতভাবে তিনি আবদাসা কেন্দ্রের প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। কিন্তু পুলিশের বক্তব্য, বারবার সমন পাঠানো সত্ত্বেও তাদের সামনে তিনি আসেননি, কোনওভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, ফলে রেকর্ড করা যাচ্ছে না বক্তব্য।
পুলিশের দাবি, তারা মহিলাকে খুঁজছে কিন্তু এখনও পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায়নি।
তারা জানিয়েছে, নিজে থেকে এসে বা কোনও আত্মীয়ের মাধ্যমে নয়, ওই তরুণী তৃতীয় এক ব্যক্তির মাধ্যমে ২০০৭-২০১২ পর্যন্ত বিধায়ক থাকা জয়ন্তী ভানুশালীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। কিন্তু অভিযুক্তর বিরুদ্ধে এখনও এফআইআর দায়ের করা হয়নি। তাদের বক্তব্য, অভিযোগকারিণীর পরিচয় সম্পর্কে স্পষ্ট জানা যাচ্ছে না। এপ্রিল মাসে একই নামের আর এক মহিলা পুলিশে অনুরোধ করেন, ওই বিজেপি নেতার বিরুদ্ধে কেউ কোনও অভিযোগ করলে তাতে যেন গুরুত্ব না দেওয়া হয়, কারণ কেউ তাঁর নাম ব্যবহার করে ভানুশালীকে ফাঁসাতে চাইছে।
ধর্ষণের অভিযোগ ওঠায় কচ্ছের ওই প্রভাবশালী বিজেপি নেতা ইতিমধ্যেই প্রদেশ সহ সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
অভিযোগকারিণী বলেছেন, একটি নামী ফ্যাশন ডিজাইন প্রতিষ্ঠানে ঢুকিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই প্রাক্তন বিধায়ক গত নভেম্বর থেকে তাঁকে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন। বিধায়কের এক সহকারী সমস্ত কিছু ভিডিও করে রেখেছে বলেও তাঁর দাবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
জেলার
খবর
Advertisement