এক্সপ্লোর
Advertisement
‘ভারত মাতা কী জয়’ বলায় ভারতীয় কর্মীকে নোটিস!
আমদাবাদ: ‘ভারত মাতা কী জয়’ বলায় এক ভারতীয় কর্মীকে নোটিস ধরাল গুজরাত মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন (জিএমডিসি) নামে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি।
কেপকো প্ল্যান্ট সার্ভিস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড নামে দক্ষিণ কোরিয়ার সরকারি সংস্থাটি কচ্ছের ননি ছের গ্রামে জিডিএমসি পরিচালিত আকরিমোতা তাপবিদ্যুত্ কেন্দ্রটি চালায়, দেখভাল করে। তারা সম্প্রতি ওই স্লোগান দেওয়ায় নোটিস দিয়েছে তাদের এক জুনিয়র ইঞ্জিনিয়ারকে। তবে বিষয়টি জিএমডিসি কর্তৃপক্ষের গোচরে আসতেই তারা সহযোগী সব সংস্থাকে সার্কুলার দিয়ে জানিয়ে দিয়েছে, ওই ধ্বনি এ দেশের জাতীয় মর্যাদার ব্যাপার, যে কোনও ভারতীয় যে কোনও জায়গায় ‘ভারত মাতা কী জয়’ বলতে পারেন।
প্ল্যান্টের ম্যানেজার এ কে গর্গ বলেছেন, মাস দুই আগে বিভাগীয় বৈঠক চলাকালে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার কাজ চলছিল। বাকি সবাই নিরাপত্তা সংক্রান্ত স্লোগান দিলেও দিলীপ সিরিমালি নামে ওই কর্মী ‘ভারত মাতা কী জয় বলে’ ওঠেন। ভাষাগত সমস্যা থাকায় স্লোগানের অর্থ না বুঝে তাঁকে নোটিস দেয় কোরীয় পরিচালন কর্তৃপক্ষ। দিলীপ তাঁদের স্লোগানের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও ফল হয়নি। তাঁকে বলা হয়, বৈঠকস্থল এ ধরনের স্লোগান দেওয়ার সঠিক জায়গা নয়। শেষ পর্যন্ত কর্মচারী ইউনিয়ন জিএমডিসি কর্তৃপক্ষের দ্বারস্থ হলে সঙ্গে সঙ্গে সার্কুলার দিয়ে ‘ভারত মাতা কী জয়’ বলা অপরাধ নয় বলে জানিয়ে দেওয়া হয়। গর্গ জানান, শেষ পর্যন্ত কোরিয় কর্তৃপক্ষও আজ ওই স্লোগান দিয়ে বলেছে, তারাও ভারতের দেশাত্মবোধকে সম্মান করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement