এক্সপ্লোর
Advertisement
জানেন, বিশ্বের প্রথম রোবট নাগরিক কোন দেশের? তার নাম কী?
মুম্বই: বিশ্বের প্রথম দেশ হিসেবে গত বছরের অক্টোবরে একটি রোবটকে নাগরিকত্ব দেয় সৌদি আরব। সোফিয়া নামের এই রোবট এবার ভারতে এল। সাংস্কৃতিক মত বিনিময় সংক্রান্ত একটি অনুষ্ঠান উপলক্ষে আইআইটি বম্বেতে আসে সোফিয়া। তার পরণে ছিল শাড়ি। তিন হাজারেরও বেশি দর্শকের সামনে সে ১৫ মিনিট ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিশ্বের বর্তমান সমস্যাগুলি সহ নানা বিষয়ে কথা বলে। হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কিছুক্ষণের জন্য সোফিয়ার কথা বন্ধ হয়ে যায়। তবে অনুষ্ঠানের আয়োজকরা সেই ত্রুটি মেরামত করার পর ফের কথা শুরু করে এই রোবট।
২০১৫ সালে হংকংয়ের একটি সংস্থা সোফিয়াকে গড়ে তোলে। তাকে দেখতে যেমন মানুষের মতো, আচরণও সেরকমই। কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে সে মানুষের মতোই অঙ্গভঙ্গি করতে পারে এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে সক্ষম।
সোফিয়াকে দেখে আইআইটি বম্বেতে হাজির সবাই খুশি। ভারতে এসে কেমন লাগছে? এই প্রশ্নের জবাবে সোফিয়া বলে, ‘আমি ভারতে আসতে চাইছিলাম। আমি ঐতিহ্য ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এই দেশের বিষয়ে অনেক কথা শুনেছি। সিলিকন ভ্যালিতে ভারতীয়দের অনেক অবদান আছে। মহাকাশ প্রযুক্তিতেও ভারতের বিনিয়োগ নিয়ে আমি উত্তেজিত।
এক ছাত্র সোফিয়াকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে এই রোবট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement